ব্রিটেনের পড়াশোনা নিয়ে বসছে মেলা
চ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যারা আগ্রহী, তেমন ভারতীয় ছাত্রছাত্রীদের অন্যতম পছন্দের গন্তব্য ব্রিটেন। কিন্তু শুধু গন্তব্য পছন্দ করলেই তো হবে না, এর সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক আরও অনেক প্রশ্ন। যেমন, সেখানে কী কী বিষয়ে পড়াশোনা করা যাবে, কোন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই সব কোর্স করানো হয়, যোগ্যতা কী লাগে, কত বছরের কোর্স, স্টুডেন্ট ভিসার শর্ত কী ইত্যাদি ইত্যাদি। তাই ব্রিটেনে পড়াশোনা ও অন্যান্য সুযোগ সুবিধার খোঁজখবর দিতে ১৪ নভেম্বর শিক্ষা মেলার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। দুপুর ২টো থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত ‘এডুকেশন ইউ কে এগজিবিশন ২০১১’ হবে তাজ বেঙ্গল হোটেলে। এডিনবারা, লিডস, লিডস মেট্রোপলিটন, ম্যাঞ্চেস্টার, মিডলসেক্স, স্ট্র্যাথক্লাইড, ইয়র্ক, ওয়ারউইক প্রভৃতি বিশ্ববিদ্যালয় ছাড়াও স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইনস্টিটিউট অব এডুকেশন সহ ব্রিটেনের ৩৫-টিরও বেশি প্রতিষ্ঠান যোগ দেবে এই মেলায়। ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিতে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। অনুষ্ঠানে অংশ নিতে ছাত্রছাত্রীদের www.educationuk-in.org ওয়েবসাইটে গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করাতে হবে।
ব্রিটেনে সায়েন্স এবং টেকনলজি, কম্পিউটিং এবং বিজনেস, আর্ট এবং ডিজাইন, সোশাল সায়েন্সেস, হিউম্যানিটিজ-এর মতো নানা বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে পড়াশোনা করা যায়। কোর্সের ধরন অনুযায়ী এখানে পূর্ণ সময়ের আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলির মেয়াদ থাকে এক থেকে চার বছরের মধ্যে। এখানে যে কোনও বিষয়ে পড়তে হলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গোয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস, http://www.ielts.org/test_takers_information.aspx) পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষার মাধ্যমে দেখে নেওয়া হয় ছাত্র বা ছাত্রীর ইংরেজি ভাষায় দক্ষতা কী রকম। এখানকার আন্ডার গ্র্যাজুয়েট স্তরে ভর্তি হতে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ভাল নম্বরের পাশাপাশি আইইএলটিস-এ ৫.৫ - ৬.০ পেতে হবে। তেমনই, পোস্ট গ্র্যাজুয়েট বা এম বি এ করতে প্রার্থীকে ফার্স্ট বা হায়ার সেকেন্ড ক্লাস স্নাতক ডিগ্রির সঙ্গে আইইএলটিএস-এ ৭.০ স্কোর করতে হবে। ব্রিটেনে পয়েন্ট ভিত্তিক ভিসা ব্যবস্থা রয়েছে। ভিসা পেতে হলে ৪০ পয়েন্ট পেতেই হবে। ব্রিটিশ কাউন্সিলের মুখপাত্ররা বলেন, এই শিক্ষামেলা একটা সুযোগ এনে দিচ্ছে, একই জায়গায় অনেক ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার। কোর্সের গঠন থেকে স্কলারশিপের সুযোগ, পরীক্ষার নিয়মকানুন থেকে ভিসা পাওয়ার শর্ত, সবই জানা যাবে এক ছাদের নীচে। দেখতে হবে ওয়েবসাইট: www.britishcouncil.org/india, ফোন ২২৮২৫৩৭০।
• ব্রিটিশ কাউন্সিল আয়োজিত শিক্ষামেলা হবে ১৪ নভেম্বর ।
• পঁয়ত্রিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকবে।
• ছাত্রছাত্রীদের www.educationuk-in.org ওয়েবসাইটে গিয়ে প্রি-রেজিস্টার করাতে হবে।
• স্কলারশিপ থেকে ভিসা, খবর পাবেন সব বিষয়েই।
• প্রবেশমূল্য নেই।

সিঙ্গাপুরে পলিটেকনিক পড়ে কাজের সুযোগ কেমন? কী কী বিষয় নিয়ে পড়া যায়?


সিঙ্গাপুরে সব পলিটেকনিক ইনস্টিটিউটেই বাজারের চাহিদা-ভিত্তিক প্র্যাকটিস বেসড্ ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। সেই কারণে ওখানকার শিল্পক্ষেত্রে পলিটেকনিক গ্র্যাজুয়েটদের চাহিদা বেশি। পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্সের সময়সীমা তিন বছর। ইঞ্জিনিয়ারিং ছাড়া এখানে বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, ট্যুরিজ্ম, মেরিন ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, ডিজাইন, নার্সিং, অপ্টোমেট্রি এবং বায়োটেকনলজি প্রভৃতি বিষয় নিয়েও পড়ার সুযোগ আছে। নানইয়াং (http://www.nyp.edu.sg), নি আন (http://www.np.edu.sg/Pages/default.aspx), রিপাবলিক (http://www.rp.edu.sg), টেমাসেক (http://www.tp.edu.sg/main/default.htm), সিঙ্গাপুর (http://www.sp.edu.sg/wps/portal/vp-spws) প্রভৃতি পলিটেকনিকে পড়াশোনা করলে সিঙ্গাপুর সরকারের টিউশন গ্রান্ট স্কিম অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীরা টিউশন ফি-তে প্রায় অনেকটাই ছাড় পেতে পারেন। পরিবর্তে গ্র্যাজুয়েশনের পর সিঙ্গাপুরে রেজিস্টার্ড কোম্পানিতে তিন বছর কাজ করতে হবে।

উচ্চ মাধ্যমিকের পরে তাইল্যান্ডে পড়তে চাই। কী বিষয় নিয়ে পড়া যায়? কোথায় পড়ব? আই ই এল টি এস বা টোয়েফল লাগে?


যে সব ভারতীয় ছাত্রছাত্রীদের তাইল্যান্ড পড়তে যায় তাদের পছন্দের বিষয়গুলি হলফাইন আর্টস, ফোটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি, টেক্সটাইল টেকনলজি, গ্রাফিক ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট, কেটারিং টেকনলজি এবং ফুড সায়েন্স। এখানকার কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে চুলালংকর্ন (http://www.chula.ac.th/cuen/), থামাসাট (http://www.tu.ac.th/eng/), কাসেটসার্ট (http://www.ku.ac.th/english/), খন কায়েন (http://www.kku.ac.th/eng/main.php), হাতাই (http://www.hu.ac.th/english/data/license.asp) ইত্যাদি। এখানে বিভিন্ন বিষয়ে চার বছরের ব্যাচেলর্স ও দু’বছরের মাস্টার্স ডিগ্রি করা যায়। ভর্তি হতে টোয়েফল বা আই ই এল টি এস স্কোর লাগে না। এ ছাড়া তাইল্যান্ডের ‘এশিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি’ একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এখানে ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যানেজমেন্ট প্রভৃতি শাখায় উচ্চশিক্ষা করা যায়।

স্নাতক স্তরে আইন পাস করে বিদেশে এম বি এ (এইচ আর ডি অথবা ইন্টারন্যাশনাল বিজনেস) পড়তে চাই। কাজের সুযোগ কেমন? কোথায় পড়ব?

আইন পাস করার পর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ ডেভেলপমেন্ট অথবা ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে এম বি এ পড়লে কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ ভালই। আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই এম বি এ পড়ানো হয়। এদের মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস-এর ওপর এম বি এ পড়া যায় কলম্বিয়া, ইস্টার্ন মিশিগান, ফিলাডেলফিয়া, ফিনিক্স ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে। ভর্তির শর্ত: টোয়েফল স্কোর। কিছু জায়গায় জি-ম্যাটের নম্বরও চাওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.