টুকরো খবর
মদের ঠেক ভাঙতে গিয়ে পুলিশ প্রহৃত
বেআইনি মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার শঙ্করপুরে। পুলিশ জানায়, মনিক রায় ও শিবু নাথ নামে দু’জন পুলিশকর্মী শঙ্করপুরের একটি চোলাই মদের ঠেকে হানা দেন। চোলাই মদের ব্যবসায়ীরা ওই দুই পুলিশকর্মীদের উপরে চড়াও হয়। বেধড়ক মারধরে তাঁদের মাথায় ও পিঠে গুরুতর আঘাত লেগেছে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই জানান, ওই ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গঙ্গায় গলিত দেহ: নিমতলা ঘাটের কাছে রবিবার সন্ধ্যায় গঙ্গায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি।

৮ বাংলাদেশি গ্রেফতার
সুন্দরবনের সীমান্ত এলাকা দিয়ে শনিবার রাতে অবৈধ ভাবে পার হওয়ার সময়ে ৮ বাংলাদেশিকে আটক করল বিএসএফ। পরে তাদের হিঙ্গলগঞ্জের কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের গ্রেফতার করে। রবিবার ধৃতদের বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৩ জন মহিলা ও একটি শিশু-সহ আট জন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার সময়ে বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর এলাকায়। জেরায় ধৃতেরা জানিয়েছে, কাজের খোঁজে এবং চিকিৎসার জন্য দুর্গাপুজোর দশমীর দিনে তারা সীমান্ত পেরিয়ে এ দেশে আসে।

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে গাইঘাটার মটকো গ্রামের বাসিন্দা ওই ছাত্রী দুই দাদার সঙ্গে কলাসীমা এলাকায় কালীপুজো দেখতে যায়। ফেরার সময়ে তিন জনে খেলাচ্ছলে হাঁটা প্রতিযোগিতা শুরু করে। ছাত্রীটি কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই সুযোগে কলাসীমার তিন যুবক ওই ছাত্রীকে মুখ চেপে ধরে একটি মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে প্রহৃত হয় তার দাদারা। শনিবার এ ব্যাপারে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করতে যান ছাত্রীর বাবা। সেই সময়ে থানার পুলিশকর্মী অভিযোগ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। রবিবার অবশ্য ওসি ওয়াসেফ আলির হস্তক্ষেপে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পুলিশ অভিযোগ নেয়। ছাত্রীর বাবা বলেন, “শনিবার কর্তব্যরত পুলিশ অফিসার জানান, এ ভাবে অভিযোগ নেওয়া যাবে না। সমস্যার কথা ওই এলাকার পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যকে জানিয়ে তবে আসতে হবে। এমন নিয়ম কখনও শুনিনি।” ওসি জানান, প্রাথমিক ভাবে অভিযোগ না নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই কথা জানিয়েছেন জেলা পুলিশের এক কর্তাও।

গাড়ির ধাক্কায় মৃত্যু বাইকআরোহীর
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে কলাগাছিয়া বাসমোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনুপ সিপাই (২২) তাঁর বাড়ি স্থানীয় দুর্গাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অনুপবাবু তাঁর এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে কলতাকাতার দিকে যাচ্ছিলেন। কলাগাছিয়া বাসমোড়ের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মারা যান অনুপবাবু। চালক ও গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

যুবকের অস্বাভাবিক মৃত্যু জগদ্দলে
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের কাঁকিনাড়ায়। পুলিশ জানিয়েছে, কাঁকিনাড়ার মাদ্রাল চন্ডীতলার বাসিন্দা ওই যুবকের নাম মনসালাল দেবনাথ (৩৫)। রবিবার সকালে বাড়ির বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের অন্যরা। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। মনসালালবাবুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে এলাকার একটি পুজোমণ্ডপে দীর্ঘক্ষণ ছিলেন তিনি। গভীর রাতে বাড়ি ফেরেন। ভোরে ঘরের মধ্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

সাংস্কৃতিক অনুষ্ঠান
—নিজস্ব চিত্র।
সুন্দরবন লাগোয়া এলাকার মানুষের সঙ্গে সংযোগ বাড়নোর উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ হেমনগর উপকূলবর্তী থানার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। হেমনগর হাইস্কুলের মাঠে ‘বউ হয়েছে রঙের বিবি’ ও ‘পাগলা ঘণ্টা’ যাত্রা দু’টি মঞ্চস্থ হয়। পুলিশ ছাড়াও অভিনয় করেন বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকার বলেন, “মানুষের সঙ্গে সম্পর্কের আরও উন্নতির জন্য যাত্রা-অনুষ্ঠানের আয়োজন।” অভিনয় করেন ওসি অমলেশ বালা, রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তী-সহ স্থানীয় বাসিন্দারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.