টুকরো খবর |
অন্তঃসত্ত্বার অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা বধূর। নাম সুনীতা মাইতি (১৯)। পটাশপুর থানার সাঁয়া গ্রামের ওই তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। শনিবার রাতের ওই ঘটনায় সুনীতার বাপের বাড়ির লোক তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্তেরা পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস আটেক আগে অমরপুর গ্রামের বাসিন্দা সুনীতার সঙ্গে বিয়ে হয়েছিল পাশের সাঁয়া গ্রামের গোবিন্দ মাইতির সঙ্গে। সুনীতার বাবা নিতাই মাইতির অভিযোগ, ছেলের বাড়ির দাবি মেনে বিয়ের সময় সবকিছুই দিয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পর থেকে অতিরিক্ত টাকা চেয়ে সুনীতার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতে থাকে শ্বশুরবাড়ির লোক। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। নিতাইবাবুর কথায়, “এ ব্যাপারে গ্রামে সালিশি সভাও হয়। কিন্তু মেয়ের উপর অত্যাচার কমেনি। উল্টে জামাই কলকাতা থেকে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়।” শনিবার রাতে নিতাইবাবুকে জানানো হয় সুনীতাকে আশঙ্কাজনক অবস্থায় এগরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় সুনীতার। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
|
তৃণমূলের সাংগঠনিক নির্বাচনী সভা পূর্বে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য নির্বাচনের উদ্দেশ্যে রবিবার বিকেলে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে দলীয় সভা হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তৃণমূল সাংসদ শিশির ও শুভেন্দু অধিকারী ছাড়াও জেলাস্তরের নেতারা উপস্থিত ছিলেন সভায়। মূলত নির্বাচনের পদ্ধতি নিয়েই বক্তব্য রাখেন মুকুলবাবু। জেলার প্রতিটি ব্লক ও পুরসভা থেকে দু’জন করে মিলিয়ে ৬০ জন প্রতিনিধি বাছা হয়েছে প্রদেশ কমিটির জন্য। আগামী ২ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য এবং সর্বভারতীয় সভাপতি নির্বাচনে জেলা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মূলত রাজ্য স্তরের নেতারাই এ দিনের সভায় বক্তব্য রাখেন। দলীয় সভা প্রকাশ্য সভার চেহারা নেয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “পূর্ব ভারতের শিল্প মানচিত্রে হলদিয়া যাতে উল্লেখযোগ্য জায়গা করে নেয়, তার চেষ্টা চলছে। নয়াচরের পাশাপাশি জেলিংহ্যামেও শিল্প করা হবে।” পাহাড়, জঙ্গলমহল ও নন্দীগ্রাম প্রসঙ্গে দলের অবস্থান নিয়ে বক্তব্য রাখেন সাংসদ শুভেন্দু।
|
এনায়েতপুরে ফের অস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
এনায়েতপুরে উদ্ধার হওয়া অস্ত্র। —নিজস্ব চিত্র। |
ফের অস্ত্র উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের এনায়েতপুর থেকে। এনায়েতপুর, কনকাবতী-সহ মেদিনীপুর সদর ব্লকের বেশ কয়েকটি এলাকায় এক সময় সিপিএমের সশস্ত্র শিবির ছিল বলে দীর্ঘ দিনের অভিযোগ তৃণমূলের। রাজ্যে পালাবদলের পরে এই সব এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার এনায়েতপুরে একটি পুকুর থেকে জল তোলার সময় ১টি রাইফেল ও ৩টি দেশি বন্দুক মেলে। বন্দুকগুলির উপরে ‘এমএলসি’ লেখা রয়েছে। তৃণমূলের দাবি, ‘এমএলসি’র অর্থ--সিপিএমের মণিদহ লোকাল কমিটি। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়ের কথায়, “উদ্ধার হওয়া অস্ত্র সিপিএমের হার্মাদ বাহিনীই ব্যবহার করত।” যদিও সিপিএম অভিযোগ অস্বীকার করেছে।
|
প্রত্যক্ষদর্শীদের ডাকছে সিআইডি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে নিখোঁজদের সম্পর্কে বিশদে জানতে প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠাচ্ছে সিআইডি। আজ, সোমবার তমলুকে, পূর্ব মেদিনীপুর জেলা গোয়েন্দা বিভাগের দফতরে ও খেজুরি থানায় প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের বয়ান নেওয়া হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। ওই দিন নন্দীগ্রামে ভূমি-কমিটির মিছিলে সিপিএমের ‘সশস্ত্র বাহিনী’ গুলি, বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় নিখোঁজ ৯ জনের পরিণতি জানতে হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের সদস্যেরা। হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার নিয়ে শনিবার সিআইডি নন্দীগ্রাম পৌঁছেছে। ভূমি-কমিটির মিছিলে হেঁটেছিলেন, এমন ১৫-১৬ জনকে তারা ডেকেছে। এ দিন তমলুকের নিমতৌড়িতে দলীয় এক সভায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “সিআইডি নিরপেক্ষ তদন্ত করলে লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষদের মতো সিপিএম নেতাদের নাম উঠে আসবে নন্দীগ্রামের ওই ঘটনায়।” সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির প্রতিক্রিয়া, “তদন্ত যদি সত্যিই নিরপেক্ষ হয়, তা হলে লক্ষ্মণ শেঠরা যে যুক্ত নন তা প্রমাণ হয়ে যাবে।”
|
জয়ী তমলুক
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এগরা-২ ব্লকের অস্তিচক ভ্রাতৃসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রবিবার জিতল তমলুক একাদশ। কাঁথি এবিসিডি ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে দেয় তারা। প্রথম সেমিফাইনালে নিউ হলদিয়া নাইন স্টার ক্লাবের মুখোমুখি হচ্ছে অস্তিচক ভ্রাতৃসঙ্ঘ। এ দিকে, শনিবারের খেলায় পঁচেট কিশোর ক্লাব ২-১ গোলে ঝাড়গ্রাম কলাবনি কিশোরকে পরাজিত করে। |
|