শিকেয় জঞ্জাল সাফাই, নরক-যন্ত্রণা বাসিন্দাদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উৎসবের মরসুমে ঘরে-বাইরে দূষণের শিকার হলেন ব্যারাকপুরের মানুষ। কালীপুজোয় বাতাসে দূষণের মাত্রা ছিল ভয়ানক। তার উপরে চার-পাঁচ দিন ধরে জমে রইল জঞ্জাল।
অভিযোগ, কালীপুজোয় ব্যারাকপুর পুর-এলাকার বহু বাড়ি থেকে জঞ্জাল সাফাই হয়নি। আনন্দপুরী এ রোডের বাসিন্দা শিবানী সাউ বলেন, ‘‘কালীপুজোয় আত্মীয়েরা এসেছিলেন। মাছের আঁশ, পচে যাওয়া খাবারের গন্ধে নাকে-মুখে চাপা দিয়ে থাকতে হয়েছে। উৎসবের মরসুম ছাড়া ছুটির দিনেও এখানে জঞ্জাল সাফাই হয় না।’’
|
বাড়িতে পড়ে জমা ময়লা। রবিবার ব্যারাকপুরে। নিজস্ব চিত্র। |
ব্যারাকপুর পুরসভা সূত্রে খবর, জঞ্জাল ফেলার জন্য পুরসভা থেকে বাসিন্দাদের ছোট বালতি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে
আবর্জনা পরিষ্কার হওয়ার কথা। কিন্তু অভিযোগ, সপ্তাহে এক দিন অন্তর পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা গাড়ি নিয়ে জঞ্জাল সংগ্রহ করেন। কিন্তু কালীপুজোর আগে থেকেই জঞ্জাল সাফাই ঠিক মতো হচ্ছে না বলে অধিকাংশ বাসিন্দার অভিযোগ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম বলেন, ‘‘নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা পুরসভার জরুরি পরিষেবা। ব্যারাকপুর পুর-কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলছি, ওঁদের সহায়তার প্রয়োজন থাকলে আমরা দেব।’’
ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের উত্তম দাস বলেন, ‘‘কালীপুজোর সময়ে সাফাইকর্মীরা আসেননি। কিন্তু তাতে সমস্যা হওয়ার কথা নয়। আমরা পুর-বোর্ডে আসার পরে জঞ্জাল অপসারণের বিষয়ে বেশি নজর দিয়েছি। সাফাইকর্মী ও গাড়ি বাড়ানো হয়েছে। তার পরেও এমন ঘটনা দুর্ভাগ্যজনক। সোমবারের মধ্যে আমরা সাফাই করে ফেলব।’’ |