টুকরো খবর
তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি তারকেশ্বরে
তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারিতে রবিবার বিকেলে উত্তেজনা ছড়াল তারকেশ্বরের সন্তোষপুরে। একটি রাস্তা তৈরি নিয়ে সমস্যার জেরে মিছিল করাকে কেন্দ্র করে ওই গোলমাল বাধে। ইট ছোড়াছুড়ি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এক পুলিশকর্মীর মাথায় ইটের আঘাত লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিধায়ক কোটার টাকায় একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে গত শুক্রবার গ্রামের দু’দল লোকের মধ্যে বচসা হয়। তৃণমূলের দু’টি গোষ্ঠী তাতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে ব্লক তৃণমূল নেতৃত্ব তাতে হস্তক্ষেপ করে। তারা দু’পক্ষকেই জানিয়ে দেয়, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হবে। পুলিশ জানায়, রবিবার বিকেলে দু’পক্ষই মিছিল-পাল্টা মিছিল বের করে। সেই নিয়ে বচসা আরম্ভ হয়। এক সময় ধাক্কাধাক্কি, মারামারি শুরু হয়ে যায়। খবর পেয়ে তারকেশ্বর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা গোলমালকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দু’পক্ষই ইট ছুড়তে শুরু করে। একটি ইট উড়ে এসে এক কনস্টেবলের মাথায় পড়ে। তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সন্ধ্যায় জেলা পুলিশের এক কর্তা জানান, দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বিবদমান দু’টি গোষ্ঠীকেই মিছিল বা অন্য কোনও রকম কর্মসূচি নিতে নিষেধ করা হয়েছিল। তারকেশ্বরের পুরপ্রধান, তৃণমূল নেতা স্বপন সামন্ত বলেন, “ওই গ্রামে একটি সমস্যা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে তা মেটানোর চেষ্টা করা হচ্ছে।”

ম্যারাথন দৌড় আরামবাগে

মশাল হাতে দৌড়চ্ছেন সোমা বিশ্বাস ও অতনু কুণ্ডু।

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী।
স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার বিকেলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল হুগলির আরামবাগে। আরামবাগ থানা প্রতিরোধ বাহিনী এবং আরামবাগ স্পোর্টিং ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ১০ কিলোমিটার দূরত্বের এই দৌড় প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল ‘রান ফর ফ্রিডম’। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। এ ছাড়াও, উপস্থিত ছিলেন দুই বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পারভেজ রহমান, আরামবাগের পুরপ্রধান গোপাল কচ প্রমুখ। দৌড় আরম্ভ হয় স্থানীয় গড়বাড়ি মাঠ থেকে। তার আগে অনুষ্ঠানের সূচনা হিসেবে মশাল দৌড় হয় আরামবাগ বয়েজ স্কুল মাঠ থেকে। মশাল প্রজ্জ্বলন করেন প্রাক্তন ক্রীড়াবিদ সোমা বিশ্বাস। তিনি স্থানীয় বাসস্ট্যান্ড থেকে বসন্তপুর মোড় পর্যন্ত মশাল নিয়ে দৌড়ন। মশাল নিয়ে যাওয়া হয় গড়বাড়ি পর্যন্ত। আরামবাগের এসডিপিও আকাশ মাগারিয়া, আইসি সুকোমল দাস, চিকিৎসক অতনু কুণ্ডু, স্পোর্টিং ইউনিয়নের সদস্যরা মশাল হাতে দৌড়ন। ম্যারাথনে অংশগ্রহণ করেন ১৪৮ জন। প্রথম স্থান অধিকার করেন কাঁচড়াপাড়ার মহম্মদ আরোজ মণ্ডল। তাঁকে ট্রফি এবং ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়ামন্ত্রী।

ছবি: মোহন দাস।

চটকলে আগুন, পাটসামগ্রী ছাই
বেলুড়ের একটি চটকলে আগুন লেগে প্রচুর পাটজাত দ্রব্য পুড়ে গিয়েছে। তবে রবিবার দুপুরের ওই ঘটনায় কেউ হতাহত হননি। দমকল সূত্রের খবর, এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ অম্বিকা জুটমিলে চটের ব্যাগ সেলাইয়ের ঘরে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। দমকলের ছ’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীরা অবশ্য দমকল পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিলেন। তাই আগুন বেশি ছড়াতে পারেনি বলে দমকলকর্তারা জানা। যে-যন্ত্রে চটের ব্যাগ সেলাই করা হচ্ছিল, তা গরম হয়েই কোনও ভাবে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। ৩০-৩ন টন পাটজাত দ্রব্য পুড়ে গিয়েছে বলে জানান চটকল-কর্তৃপক্ষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.