|
|
|
|
বিতর্ক মেটাতে উদ্যোগী অনুগামীরাও |
সংগঠনে জোর দিতে চান অণ্ণা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ঐক্যের বার্তা দেওয়ার মরিয়া চেষ্টার পরে এ বার সংগঠনে জোর দিতে চাইছে অণ্ণা হজারে শিবির।
শনিবার গাজিয়াবাদে অণ্ণা শিবিরের কোর কমিটির বৈঠক বসে। অণ্ণার অনুগামীরা দাবি করেন, তাঁরা ঐক্যবদ্ধই রয়েছেন। রবিবার মহারাষ্ট্রের রালেগণ সিদ্ধিতে অণ্ণার সঙ্গে দেখা করেন কোর কমিটির সদস্যরা। এখনও মৌনব্রত চলছে অণ্ণার। তাই আজ সাংবাদিক বৈঠকে অণ্ণার একটি বিবৃতি পড়ে শোনান কোর কমিটির সদস্য অরবিন্দ কেজরিওয়াল। ওই বিবৃতিতে তাঁর আন্দোলনের জন্য একটি লিখিত গঠনতন্ত্র তৈরি হবে বলে জানিয়েছেন অণ্ণা। তার পরে কোর কমিটিতে কিছু পরিবর্তন আনা হবে।
সম্প্রতি একের পর এক বিতর্কে জড়িয়েছেন অণ্ণা শিবিরের সদস্যরা। ফলে অণ্ণা শিবিরের কোর কমিটি ভেঙে দেওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। শনিবারের বৈঠকের পরে সেই সম্ভাবনা উড়িয়ে দেন কোর কমিটির সদস্যরা। রবিবারের বিবৃতিতে তাঁদের সমর্থন করেছেন অণ্ণা। জনলোকপাল বিল সংসদে পাশ না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি।
তবে আন্দোলন সংগঠিত করতে তিনি কোনও বাধা বরদাস্ত করবেন না বলে বার্তা দিতে চেয়েছেন অণ্ণা। কারা অণ্ণা শিবিরের কোর কমিটির সদস্য হতে পারবেন তা প্রস্তাবিত গঠনতন্ত্রে স্পষ্ট ভাবে বলা থাকবে। একই নিয়ম চালু করা হবে কার্যনির্বাহী কমিটির জন্যও। অন্যায় করলে কাউকেই ছেড়ে কথা বলা হবে না।
তাঁর নেতৃত্বাধীন আন্দোলনে কোনও আর্থিক অনিয়ম হয়নি বলে দাবি করেছেন অণ্ণা। একটি ব্যাঙ্কের মাধ্যমে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে পাওয়া ৪০ লক্ষ টাকা তাঁরা ফেরত পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
বিতর্কের রেশ মেটাতে তৎপর অণ্ণা অনুগামীরাও। চাকরির ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করায় প্রাক্তন আমলা অরবিন্দ কেজরিওয়ালকে ৯ লক্ষ টাকা জমা দিতে বলেছিল আয়কর দফতর। তিনি চুক্তি ভঙ্গ করেননি বলে দাবি করেন কেজরিওয়াল। তবে কয়েক জন বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে ওই টাকা তিনি মিটিয়ে দেবেন বলে রবিবার জানিয়েছেন কেজরিওয়াল। তাঁর দাবি, ওই বিতর্কে লোকপাল বিল থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরে যাচ্ছে। তবে আয়কর দফতরের অভিযোগ তিনি এখনও মানতে রাজি নন। কেজরিওয়াল জানিয়েছেন, প্রয়োজনে এই বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হামলার মুখে পড়েছিলেন কোর কমিটির সদস্য আইনজীবী প্রশান্ত ভূষণ। কাশ্মীর নিয়ে তাঁর মন্তব্য অণ্ণা হজারেও অনুমোদন করেননি। প্রশান্ত জানিয়েছেন, ‘ওই অধ্যায়’ শেষ। তা নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই। |
|
|
|
|
|