আগুনে ভস্মীভূত হয়ে গেল পরপর আটটি বাড়ি। রবিবার সকালে কালনার বিজয়নগর গ্রামে ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উনুনে রান্না চাপিয়ে গ্রামের বাসিন্দা, পেশায় খেতমজুর সুলেমান মণ্ডলের বাড়ির সদস্যেরা বাইরে যান। ফিরে দেখেন, বাড়িতে আগুন লেগে গিয়েছে। তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও সাতটি বাড়িতে। ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি। তবে ওই আট খেতমজুর পরিবারের বেশিরভাগ সদস্যই বাইরে থাকায় কেউ হতাহত হননি। বাসিন্দাদের দাবি, বাড়িগুলি দরমা, টিন ও পাটকাঠির তৈরি। রান্নার কাজের জন্য অনেক শুকনো পাটকাঠিও মজুত ছিল। সে কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। |
পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আইনাল শেখ বলেন, “এ ভাবে সব কিছু হারাব বুঝিনি। প্রশাসন সাহায্য না করলে আমাদের পথেই আশ্রয় নিতে হবে।” অপর ক্ষতিগ্রস্ত বাসিন্দা বিতাবন বিবি বলেন, “এক মুঠো চালও নেই। কী ভাবে সংসার চালাব জানি না।” স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রমজান আলি বলেন, “বাড়িগুলির কিছুই আর অবশিষ্ট নেই। এলাকার মানুষ চাঁদা তুলে ওই পরিবারগুলির জন্য ত্রিপল আর কিছু কাপড় জোগাড় করেছেন। পরিস্থিতির কথা কালনা ১ পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে।” পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল বলেন, “সোমবার ত্রিপল দেওয়া হবে। আর কী কী সাহায্য করা যায়, সে নিয়েও ভাবনা চিন্তা চলছে।” |