ভোটার তালিকায় নাম তুলতে শিবির লছিপুরে |
যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে উদ্যোগী হল আসানসোল মহকুমা প্রশাসন। রবিবার সকালে কুলটির লছিপুরে যৌনপল্লির বাসিন্দাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার শিবির আয়োজিত হয়। ছিলেন মহকুমাশাসক-সহ কয়েক জন ম্যাজিস্ট্রেট ও কুলটির উপ-পুরপ্রধান বাচ্চু রায়। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, এলাকার বাসিন্দারা অনেক দিন ধরেই ভোটার তালিকায় তাঁদের নাম তোলার জন্য আবেদন জানাচ্ছিলেন। এর আগে কয়েক বার চেষ্টা হয়েছে। কিন্তু তালিকায় নাম তুলতে হলে অন্য তথ্যের সঙ্গে অভিভাবকের নাম জানাতে হয়। অধিকাংশ বাসিন্দাই তাতে রাজি হননি। সে কারণেই তালিকায় নাম ওঠেনি। মহকুমাশাসক জানান, ভোটার তালিকায় নাম না থাকা অসাংবিধানিক। তিনি বলেন, “কুলটি পুর কর্তৃপক্ষকে নিয়ে আমরা সচেতনতামূলক প্রচারে নামি। পরিচয়পত্র থাকলে কী কী সুবিধা মিলবে, সে সবও জানানো হয়। তার পরেই বাসিন্দারা প্রয়োজনীয় তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে এগিয়ে এসেছেন।” রবিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কিছু মহিলা লাইন দিয়ে আবেদনপত্র নিচ্ছেন ও জমা দিচ্ছেন। প্রভা চৌধুরী, মনিকা পণ্ডিতরা জানান, সচিত্র পরিচয়পত্র না থাকায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা-সহ বিভিন্ন কাজে সমস্যা হত। এ বার আর সে সব সমস্যা হবে না বলে তাঁদের আশা।
|
রাস্তা খারাপ, ক্ষুব্ধ বাসিন্দারা |
পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের রবীন সেন পল্লির বাসিন্দাদের দীর্ঘ দিনের ক্ষোভ এলাকার রাস্তাঘাট নিয়ে। তাঁদের অভিযোগ, পুরসভার কাছে বার বার দআবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁদের এলাকা অবহেলিতই থেকে গিয়েছে। বৃষ্টিতে রাস্তায় বেরোনো দায়। এলাকার বাসিন্দা সুমন্ত ঘোষ, বন্দনা গঙ্গোপাধ্যায়রা জানান, দীর্ঘ দিন সংস্কারের অভাবে এলাকার বাস্তাঘাট বেহাল হয়ে গিয়েছে। সেখানে অন্য ওয়ার্ডে পাকা রাস্তাঘাট গড়ে দিয়েছে পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রবীন সেন পল্লিতে কংক্রিটের ঢালাইয়ের রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। পুরসভার আশ্বাস, দ্রুত কাজ শুরু করা হবে।
|
একটি বাড়ির দরজার তালা ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। আসানসোল দক্ষিণ থানার দিলদার নগরে শনিবার রাতে ঘটনাটি ঘটে। ওই পরিবারের সদস্য প্রকাশ সিংহ পুলিশকে জানান, শনিবার তাঁর বাড়ির সদস্যদের আসানসোল স্টেশনে ট্রেনে চাপাতে গিয়েছিলেন। রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজার তালা ও আলমারি ভাঙা। চুরি গিয়েছে নগদ কয়েক হাজার টাকা-সহ সোনা ও রূপোর অলঙ্কার। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
চাল-ডাল পাচার করার অভিযোগে রেশন দোকানের মালিকের গাড়ি আটক করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের আমরাসোঁতায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বি কে মণ্ডল পলাতক। তাঁর গাড়িটি আটক করা হয়েছে। তদন্ত চলছে। |