বুদবুদ থানার মানকরে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের পলাশডিহা আদিবাসী সঙ্ঘ। রবিবার বীণাপানি ক্লাব মাঠে আয়োজিত ফাইনালে তারা আসানসোল জবাকল্যাণ সমিতিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। আয়োজকদের পক্ষে উত্তম মুখোপাধ্যায় জানান, ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
মারাংবুরু যুবক সমিতির উদ্যোগে কালনা ২ ব্লকের পূর্ব সাহাপুর গ্রামে শনি ও রবিবার ফুটবল প্রতিযোগিতা হয়। রবিবার ফাইনালের খেলায় হুগলির জিরাট ক্লাব টাইব্রেকারে ২-১ গোলে হারায় পূর্বসাহাপুরের মা মনসা ক্লাবকে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল।
|
উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল রামনগর এসি। তারা কুমারডিহি মাঠের খেলায় আয়োজক সংস্থাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে গেল। আয়োজকদের পক্ষে সুকান্ত চট্টোরাজ জানান, ২৯ নভেম্বর এ দিনের জয়ী দল ফাইনালে খাঁদরা সবুজ সমিতির মুখোমুখি হবে।
|
আসানসোল উত্তর যুব তৃণমূল আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আসানসোল ফাইভ স্টার। তারা কাল্লা হরিপদ হাইস্কুল মাঠে ফাইনালে বড়পুকুরিয়া ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। ফাইনালের সেরা জয়ী দলের গফ্ফর খান। প্রতিযোগিতার সেরা ওই দলেরই রোহন দাস।
|