টুকরো খবর
দুর্নীতির শিকার হন জনতাই, মত প্রতিভার
দুর্নীতির বিরুদ্ধে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। শনিবার রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে রাজ্যপালদের দু’দিন ব্যাপী ৪৩তম সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন প্রতিভা পাটিল। উদ্বোধনী বক্তৃতায় তিনি দুর্নীতির প্রসঙ্গ তোলেন। বলেন, দুর্নীতিই এখন দেশের সব চেয়ে বড় সমস্যা। দুর্নীতি দেশের উন্নয়নকে ব্যাহত করে, আইন ব্যবস্থাকে ধ্বংস করে। শুধু তাই নয় বিনিয়োগেও দুর্নীতি কুপ্রভাব ফেলে। সব চেয়ে বড় কথা দুর্নীতি বেশি আঘাত করে সাধারণ মানুষকে। তাই দুর্নীতিকে দূর করতেই হবে। এই দুর্নীতি দূর করার উপায়ও বাতলেছেন রাষ্ট্রপতি নিজেই। তাঁর কথায়, সুশাসন, স্বচ্ছ পদ্ধতি, উন্নত সরবরাহ ব্যবস্থা, আরও ভাল জনচেতনা, জনতার প্রতি দায়বদ্ধতা-সহ একাধিক পদক্ষেপের মাধ্যমেই দুর্নীতি-মুক্ত দেশ গড়া সম্ভব। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিংয়ের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিভা পাটিল। দেশের বহু রাজ্যপালই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই সব রাজ্যপালকে দুর্নীতি বন্ধে উদ্যোগী হতে আবেদন জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, শীর্ষ আদালত র্যাগিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। আমি আপনাদেরও এই দিকে নজর রাখার আবেদন জানাচ্ছি।

অরুণাচলে সেতু ছিঁড়ে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা
বিজনবাড়ির পর সেপা। অরুণাচলে পূর্ব কামেং জেলার সদর সেপায় আজ সন্ধ্যায় নদীর উপরে ঝুলন্ত সেতু ছিঁড়ে জলে পড়ে যান অন্তত ৬০ জন। এঁদের অধিকাংশই মহিলা ও শিশু। ২৭ জনকে উদ্ধার করা হলেও রাত পর্যন্ত তিরিশ জনের সন্ধান নেই। আশঙ্কা, কামেং নদীর তীব্র স্রোতে এঁরা সকলেই ভেসে গিয়েছেন। দু’টি মৃতদেহ উদ্ধার হয়েছে। জেলার পুলিশ সুপার কিম আয়া রাত ৯টা নাগাদ জানান, দুর্ঘটনাটি ঘটে এ দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার সময়। ওই এলাকায় বেশ কিছু পঙ্গপাল এসেছিল। স্থানীয় মানুষজন পঙ্গপাল খেতে খুবই ভালবাসেন। পঙ্গপাল আসার খবর পেয়ে ঘর থেকে দলে দলে বেরিয়ে আসেন মহিলারা। তাঁদের সঙ্গে জুটে যায় শিশুরাও। একটা সময় পঙ্গপালের ঝাঁক তারের ওই সেতুর উপরে গিয়ে বসলে সকলেই ছুটে যান সেখানে। জীর্ণ সেতুটি অত লোকের ভার নিতে পারেনি। বিজনবাড়ির দুর্ঘটনার মতো এখানেও ছিঁড়ে যায় সেতুর তার।

জমি সমস্যা মেটে না বলেই বাড়ছে মাওবাদী: জয়রাম
দেশে মাওবাদী সমস্যার বাড়বাড়ন্তের পিছনে অমীমাংসিত জমি সমস্যার ভূমিকা অনেকখানি বলে মনে করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। তাঁর বক্তব্য, জমি সমস্যা সমাধানের ব্যাপারে উপজাতিদের কাছে প্রশাসনের বিশ্বাসযোগ্যতা ‘খুবই কম’। আর সেটাই সমস্যা ডেকে আনছে। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথা জানিয়ে রমেশ বলেন, “আদিবাসী ও প্রশাসনের মধ্যে বিশ্বাসের অভাব একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এবং সেখানে আমাদের বিশ্বাসযোগ্যতা খুবই কম।” বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, শিল্পের জন্য জমি অধিগ্রহণ করে জোর করে জমি থেকে উচ্ছেদ, জমির প্যাকেজ নিয়ে সমস্যা না মেটা, আদিবাসীদের মধ্যে চাষের জন্য দেওয়া জমির অনুর্বরতার মতো বিষয়গুলি পূর্ব ও মধ্য ভারতে মাওবাদী সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তিনি জানান, জমি সংক্রান্ত বিবাদে ‘তাৎক্ষণিক বিচার’ করতে পারে বলেই আদিবাসীদের উপরে মাওবাদীদের প্রভাব রয়েছে। এবং এ জন্য প্রশাসনের ‘অসহিষ্ণুতা’ অনেকটাই দায়ী বলে মনে করেন তিনি।

লক্ষদ্বীপে আটক পর্যটকদের মুক্তি নিয়ে চাপ মোদীর
বন্দর কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের ঝামেলার জেরে লক্ষদ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া ১৩০ জন পর্যটকের মুক্তির ব্যাপারে তৎপর হলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিতে তাঁকে অনুরোধ করেন মোদী। চিদম্বরমের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব লক্ষদ্বীপ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন।সূত্রের খবর, শনিবার সকালে ১৩০ জন পর্যটকের একটি দল কাভারাত্তি থেকে কালপেনি দ্বীপে আসে। দলটিতে অনেকগুলি শিশু রয়েছে। তাঁদের ফেরার সময়ই হয় বিপত্তি। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের বিবাদের জেরে ওই পর্যটকদের জাহাজে ফেরার নৌকায় উঠতে বাধা দেওয়া হয়। তাতেই আটকে পড়েন পর্যটকেরা। অভিযোগ, পর্যটকদের খাবার তো দূর, জলও খেতে দেওয়া হয়নি। পর্যটকদের মধ্যে ২৪ জন গুজরাতের বাসিন্দা। বিষয়টি জানার পরেই তৎপর হয়ে ওঠেন মোদী। চিদম্বরমকে ফোন করে আটকে পড়াদের দ্রুত মুক্তির ব্যাপারে তৎপর হতে অনুরোধ করেন।

‘মেটালিকা’র চার উদ্যোক্তা গ্রেফতার
ভারতে মেটালিকার প্রথম অনুষ্ঠানের চার উদ্যোক্তাকে আজ প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত কালই আয়োজকদের তরফে প্রথমে জানানো হয়েছিল যে যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান পিছোতে হবে। পরে অনুষ্ঠান বাতিল হওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে টিকিট কেটে লেসার ভ্যালির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা ২০ হাজার মেটালিকা ফ্যান ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালান। প্রতারণার অভিযোগে অনুষ্ঠান আয়োজক সংস্থা ডিএনএ-র চার কর্ণধার অশোক, রাজেশ, সাভিয়া ফালেইও এবং উমেশকে গ্রেফতার করেছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.