ন্যানো-র পরে ফোর্ডের রাস্তা ধরে এ বার গুটিগুটি পায়ে গুজরাতে হাজির মারুতি-ও। মারুতি-সুজুকি ইন্ডিয়ার পরিচালন পর্ষদ শনিবারই এই তৃতীয় কারখানা গড়ার জন্য গুজরাতে ১৫০০ একর পর্যন্ত জমি কেনায় সায় দিয়েছে। লগ্নি আসবে ১৮ হাজার কোটি টাকার মতো। গুড়গাঁও, মানেসরের পর গুজরাতের মেহসানা জেলাতে নয়া কারখানা গড়তে চায় মারুতি-সুজুকি। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেন, “এশিয়ার বৃহত্তম ‘অটো হাব’ হওয়ার দিকে দ্রুত এগোচ্ছে গুজরাত। এটা গুজরাতি নববর্ষ সম্বতের সূচনায় রাজ্যকে মারুতির উপহার।” প্রসঙ্গত, ফোর্ড ইন্ডিয়া তাদের দ্বিতীয় কারখানা গড়ার জন্য গুজরাতের সানন্দকেই বেছে নিয়েছে। সুজুকি মোটর কর্পোরেশন-এর চেয়ারম্যান ওসামু সুজুকি সেপ্টেম্বরেই মোদীর সঙ্গে দেখা করেন। তার পরই আজ চূড়ান্ত শিলমোহর দিল সংস্থার পর্ষদ। এ দিকে, গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ত্রৈমাসিকে মারুতি-সুজুকির নিট মুনাফা ৬০% কমে ছুঁয়েছে ২৪০.৪৪ কোটি টাকা। মূলত মানেসর কারখানায় ধর্মঘটের জেরে উৎপাদন ঘাটতিই এর কারণ, দাবি সংস্থার। উৎপাদনে ঘাটতি জুন থেকে ধরলে ৮৩ হাজারটি গাড়ি।
|
বাস পরিষেবা চালু
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
প্রায় ছ’বছর ধরে বন্ধ থাকা দিনহাটা-কুর্শাহাট রুটে বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। শনিবার কুর্শাহাটে এক অনুষ্ঠানে ওই পরিষেবার উদ্বোধন করেন শুকারুরকুঠী পঞ্চায়েতের প্রধান বিষ্ণু সরকার। প্রাথমিক ভাবে প্রতিদিন তিন বার বাসটি যাতায়াত করবে বলে ঠিক হয়েছে। বিষ্ণুবাবু বলেন, “প্রায় তিন কিলোমিটার দূরের ধাপরাহাট পর্যন্ত পরিষেবা চালু করা প্রয়োজন।” |