পশ্চিমবঙ্গে এ বার সরাসরি পা রাখতে চলেছে দক্ষিণ ভারতের অগ্রণী মোটরবাইক সংস্থা টিভিএস মোটরস।
এত দিন উলুবেড়িয়ায় ইউনিভার্সাল সাকসেসের ‘মহাভারত’ কারখানায় মোটরবাইক বানানোর ব্যাপারে চুক্তিবদ্ধ ছিল টিভিএস। ইউনিভার্সাল সাকসেসের অন্যতম কর্তা অনাবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় শনিবার জানান, টিভিএস এখন থেকে তাঁদের অংশীদার হিসেবে কাজ করবে। এ ব্যাপারে দু’টি সংস্থার মধ্যে চুক্তিও হয়েছে। যৌথ উদ্যোগের শেয়ার মালিকানা কী রকম হবে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রসূনবাবুর।
রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও শনিবার বলেন, টিভিএস মোটরস সম্প্রতি এই মর্মে রাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছে। তিনি বলেন, “টিভিএসের মতো নামী মোটর সাইকেল সংস্থা যাতে রাজ্যে কারখানা গড়তে পারে, সে জন্য সব রকম সহযোগিতা করব। টিভিএসের ওই প্রস্তাব আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
উলুবেড়িয়ায় ‘মহাভারত’ সংস্থার হাতে ১০০ একর জমি রয়েছে। প্রস্তাবিত যৌথ উদ্যোগে এর মধ্যে ৫৫ একর জমিতে ভেন্ডর পার্ক বা সহযোগী শিল্প তৈরি হবে। বাকি ৪৫ একর জমিতে হবে মূল উৎপাদন কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রের খবর, মাসে ১০ হাজার মোটর সাইকেল তৈরি করার মতো যন্ত্রপাতি-সহ পরিকাঠামো সেখানে রয়েছে। কিন্তু কারখানার পরিধি সম্প্রসারণ করে উৎপাদন কয়েক গুণ বাড়াতে চায় টিভিএস। এ জন্য ভবিষ্যতে যন্ত্রপাতি-সহ প্রয়োজনীয় পরিকাঠামোয় বিনিয়োগ করবে বছরে প্রায় দেড় লক্ষ মোটর সাইকেল উৎপাদনকারী সংস্থা টিভিএস।
চুক্তির বদলে সরাসরি বিনিয়োগ করার এই সিদ্ধান্তের পিছনে রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিই মূল অনুঘটক বলে দাবি প্রসূনবাবুর। তিনি বলেন, “রাজ্যে এখন ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলেই টিভিএস-এর মতো সংস্থা বিনিয়োগ করতে এগিয়ে এসেছে।”
টিভিএস-এর তরফে অবশ্য এ দিন বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩ নভেম্বর সংস্থার পরিচালন পর্ষদের বৈঠক আছে। তার আগে এ ব্যাপারে কোনও মন্তব্য করা সম্ভব নয়।
২০০৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসূন মুখোপাধ্যায় ও সালিম গোষ্ঠীর যৌথ উদ্যোগ মহাভারত মোটরস প্রকল্পের শিলান্যাস করেন। কথা ছিল বিদেশি প্রযুক্তিতে ওই কারখানায় মোটর সাইকেল তৈরি হবে। কিন্তু ওই যৌথ উদ্যোগ ভেঙে যায়। এর পরে ইউনিভার্সাল সাকসেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয় টিভিএস মোটরস। |