ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল আড়ষা থানার কাঁটাডি গ্রামের জয়কিষাণ সিংহ, শিবকুমার সিংহ ও পুরুলিয়া শহরের বাসিন্দা টোটন দত্ত, শেখ জামির ও শেখ জাবির। ধৃতদের কাছে থেকে ভোজালি, শাবল ও লোহার রড উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে ওই পাঁচ দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে পুরুলিয়া শহরের জে কে কলেজ লাগোয়া মাঠে জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। এ দিন তাদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন।
|
ডিপিএলের বৈদ্যুতিক সরঞ্জাম ট্রাক্টরে করে নিয়ে পালানোর সময়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। ধৃত সাধন মণ্ডলেরৃ বাড়ি শালতোড়ায়। শুক্রবার তাকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠায় দুর্গাপুর আদালত। কোকওভেন থানার পুলিশ বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বৈদ্যুতিক সামগ্রী বোঝাই ট্রাক্টরটিকে ধরে। গ্রেফতার হয় সাধন। |