অভিসন্ধির অভিযোগ করল কংগ্রেস |
রঘুনাথগঞ্জ-২ ব্লকের তেঘরি পঞ্চায়েতের দুই সদস্যের সদস্য পদ খারিজের ঘটনাকে ‘রাজনৈতিক অভিসন্ধি’র অবিযোগ তুলল কংগ্রেস। সিপিএমের ওই দুই সদস্য কংগ্রেসে যোগ দেওয়ায় তাদের সদস্য পদ খারিজ করে দেয় ব্লক প্রশাসন। রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, “বিশেষ দলকে পঞ্চায়েত বোর্ড গঠনে সুবিধে পাইয়ে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যথাযথ ভাবে ওই দুই সদস্যের বক্তব্যও শোনা হয়নি। ২৪ অক্টোবর সদস্য পদ খারিজ করা হলেও এখন পর্যন্ত কোনও চিঠি হাতে পাননি তাঁরা। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও করতে পারছেন না ওই দুজন। এর মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠন করা হলে তাঁরা তাঁদের অধিকার থেকেও বঞ্চিত হবেন। বিডিও-র কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।” বিডিও পার্থপ্রতিম সাধুখাঁ বলেন, “গত ১০ অক্টোবর ওই দু’জনের দলত্যাগের বিরুদ্ধে সিপিএমের তরফে অভিযোগ করা হয়। আইন মেনে শুনানির পরে গত ২৪ অক্টোবর তাদের সদস্য পদ খারিজ করা হয়েছে। এর এক মাসের মধ্যে রায়ের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবেন তাঁরা। কিন্তু পঞ্চায়েত বিধিতে বলা আছেপ্রধানেক অপসারণের এক মাসের মধ্যে নয়া প্রধান নির্বাচন করতে হবে। সেই মতই ঈদের পরে প্রধান নির্বাচনের দিন ঠিক করা হচ্ছে। সবটাই করা হয়েছে আইন মেনেই।”
|
দাদাকে কুপিয়ে খুনের চেষ্টায় অভিযুক্ত গৌতম দাসের (৩২) দেহ উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ পূর্ব রেলের কাটোয়া-হাওড়া শাখার অগ্রদ্বীপ স্টেশনের কাছে রেল লাইনের উপরে গৌতম দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ। শুক্রবার দেহটির ময়নাতদন্ত হয়। গৌতমের বাড়ি লালবাগের আইসবাগে। মঙ্গলবার বহরমপুরের মোহনের মোড়ে দাদা বিপ্লব দাসকে কোপায় গৌতম। আর আশঙ্কাজনক অবস্থায় বিপ্লবকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
|
তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাঁসখালিতে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রীর মা জানান, “রাত বাড়লেও মেয়ে বাড়ি না ফেরায় আমি খোঁজাখুঁজি শুরু করি। শেষে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি।” ওই ছাত্রীটিকে অসুস্থ অবস্থায় শক্তিনগর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে। |