টুকরো খবর
ফোঁটা নিতে এসে পেলেন বোনের দেহ
সকালে ভাইফোঁটা নিতে বোনের বাড়িতে আসার কথা ছিল দুই দাদার। এসে দেখলেন বোনের মৃতদেহ। শুক্রবার সকালের এই ঘটনা পিংলা থানার চিত্রপুর-পাটনা গ্রামে। অভিযোগ, পুষ্প দোলইকে (২৬) বিষ খাইয়ে খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনই। খুন করার বিষয়টি যাতে ধরা না পড়ে সে জন্য নাটকীয় পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবারই পুষ্পদেবীর স্বামী শিশির দোলই শ্যালকদের ভাইফোঁটার নেমন্তন্ন করে আসেন। আর শুক্রবার সকালেই ফোন করে জানানো হয়, পুষ্প মারা গিয়েছেন! পুষ্পদেবীর দুই দাদা বলাই ও কানাই নায়েক এসে দেখেন শ্বশুরবাড়ির কাছে বিদ্যুৎ দফতরের একটি ট্রান্সফর্মারের পাশে পড়ে রয়েছে বোনের দেহ। বলাইবাবুদের অভিযোগ, “বিষ খাইয়েই বোনকে মারা হয়েছে। পরে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের পাশে দেহটি ফেলে রাখা হয়েছে দুর্ঘটনা বলে দেখানোর অছিলায়।” বলাইবাবুদের দাবি, পুষ্পদেবীর মুখে কীটনাশকের গন্ধ পেয়েছেন তাঁরা। এই মর্মে তাঁরা অভিযোগও দায়ের করেন থানায়। তবে রাত পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, পুষ্পদেবীর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। দুই দাদার আরও অভিযোগ, “টাকার জন্য বোনের উপরে শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত শারীরিক নির্যাতন চালাত। এ বার মেরেই ফেলল।” পুষ্পদেবীর বাপের বাড়ি খড়্গপুর লোকাল থানার ভেটিয়া গ্রামে। তাঁর সঙ্গে পিংলার চিত্রপুর-পাটনা গ্রামের শিশির দোলইয়ের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। দম্পতির দু’টি সন্তানও হয়। কিন্তু বিয়ের পরেই টাকার দাবিতে অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

দলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বঞ্চনার নালিশ
তৃণমূল কংগ্রেস পরিচালিত রামনগর ২ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ‘পেন-ডাউন’ কর্মসূচি নিয়েছেন দলেরই মৈতনা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে মৈতনা পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র অভিযোগ করেন, “১০০ দিনের প্রকল্পে টাকা বরাদ্দ থেকে শুরু করে কাঠপুল বাজারে নতুন সেতু নির্মাণ, পানীয় জলের নলকূপ স্থাপনপ্রতিটি ক্ষেত্রেই রামনগর ২ পঞ্চায়েত সমিতি বঞ্চনা করছে। বারবার দরবার করেও লাভ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতি করছি আমরা।” তমালতরুবাবুর আরও অভিযোগ, “চলতি বছরে মৈতনা পঞ্চায়েত একশো দিনের প্রকল্পে প্রায় এক কোটি টাকার কাজ করে শীর্ষস্থানে থাকার পরেও পঞ্চায়েত সমিতি ইচ্ছে করে অন্য পঞ্চায়েতগুলিকে কাজ দিচ্ছে।” পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উড়িয়ে দিয়ে রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা বলেন, “একশো দিনের প্রকল্পটি পঞ্চায়েত আর জেলা পরিষদের ব্যাপারে। এর মধ্যে পঞ্চায়েত সমিতির কোনও ভূমিকা নেই। মৈতনা পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কোনও কারণে ভুল বুঝছেন।

চাকরির আবেদন মাওবাদী নেতাদের
নিজস্ব চিত্র।
ফেরার মাওবাদী স্কোয়াড নেতা সাহেবরাম মুর্মু ওরফে জয়ন্ত-র তিন দাদা বৈদ্যনাথ (দাঁড়িয়ে), রঘুনাথ ও বুদ্ধেশ্বর মুর্মু (বসে) শুক্রবার জামবনি থানায় জুনিয়র কনস্টেবল পদে চাকরির আবেদনপত্র নিতে এসেছিলেন। লালবাঁধ অঞ্চলের আমতলিয়ার মুর্মু ভাইয়েরা থানা-কর্তৃপক্ষকে জানান, তাঁরা জয়ন্ত-র দাদা। তিন জনকেই আবেদনপত্র দেওয়া হয়। রাষ্ট্রদ্রোহ, একাধিক খুন, হামলা-নাশকতায় জড়িয়ে জয়ন্ত-র নাম।

ফুটবল টুর্নামেন্ট
ফুটবল উৎসবে শুক্রবার জিতল অস্তিচক ভ্রাতৃসঙ্ঘ। এগরা নবরূপ ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয় তারা। এগরা ২ ব্লকের অস্তিচকে শ্যামাপুজো উপলক্ষে সাত দিনের এই ফুটবল টুর্নামেন্টে আজ, শনিবার মুখোমুখি হবে পঁচেট কিশোর ক্লাব ঝাড়গ্রাম কলাবনি কিংফিশার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.