টি-টোয়েন্টিতেও ছবিটা বদলাবে মনে হচ্ছে না
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই আশা করব, শনিবার এই সফরের অন্তত একটা ম্যাচ জিতবে ওরা। কিন্তু এক দিনের সিরিজটায় যে ভাবে ইংল্যান্ড খুঁড়িয়ে গেল, তাতে সব দিক বিবেচনা করে মনে হচ্ছে, ভারতের জয়ের ধারাবাহিকতা কুড়ি ওভারের ম্যাচেও বহাল থাকবে।
দেওয়ালির উৎসব ভারতের ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার আনন্দে অন্য মাত্রা দিচ্ছে। কুকরা শুধু হারেইনি, কী ভাবে হেরেছে সেটাও দেখার। ইডেনে শেষ ওয়ান ডে-তে ৪৭ রানে ওদের ১০ উইকেটই হারানোটা কাটা ঘায়ে নুনের ছিটের মতো। এক পক্ষকালের যে ক্ষত ইংল্যান্ড টিমের গায়ে লেপ্টে ছিল তা মোটেই এক নম্বর টেস্ট টিমের গুণপনা জাহির করেনি।
অনুশীলনের ফাঁকে ভারতীয় ড্রেসিংরুমের সামনে পুরনো কোচ ডানকান
ফ্লেচারের সঙ্গে দেখা করলেন কেভিন পিটারসেন। ছবি: উৎপল সরকার
শনিবার ইংল্যান্ড ইডেনে ফের আবির্ভূত হবে। একমাত্র টি-টোয়েন্টি খেলে সিরিজ সাঙ্গ করতে। এবং আমার মনে হচ্ছে, শেষ হাসিটা হেসে পরের দিনের প্রথম উড়ান ধরেই ইংরেজ ক্রিকেটাররা দেশে ফিরতে পারলেই যেন বাঁচে! গত সেপ্টেম্বরে দেশের মাঠে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের অসাধারণ সিরিজ জয়কে এখন গত জন্মের ব্যাপার বলে মনে হচ্ছে। ইংল্যান্ড দলের কঙ্কাল আবার এক বার বেরিয়ে পড়েছে চলতি ভারত সফরে। মোদ্দা ব্যাপার উপমহাদেশে ইংল্যান্ড একটুও ভাল করতে পারে না। এবং এখানে গত ১০ বছরে ১৮টা ওয়ান ডে-র মধ্যে মাত্র একটা জিতেছে!
আমি আগেই লিখেছিলাম, ইংল্যান্ড যে রকম খেলছে, ওয়ান ডে সিরিজ ০-৫ হারবে। তবে আমার কথা যে সত্যি হবে সেটা আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম অন্তত একটা ম্যাচ জিতবে কুকরা। জেতার সুযোগ একটুআধটু যে পায়নি ইংল্যান্ড তা নয়। কিন্তু দিনের শেষে তরুণ ভারতীয় দলের কাছে ইংল্যান্ড গুঁড়িয়ে গেছে। মনে রাখবেন, ভারতীয় দলে সচিন-সহবাগ-জাহির-হরভজন ছিল না। তবু ভারতীয় দলের সমালোচকদের কোনও ট্যাঁ-ফোঁ করতে দেয়নি ধোনির তরুণ টিম।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.