নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইডেনে শততম টেস্ট খেলা হচ্ছে না হরভজন সিংহের!
মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে শুক্রবার সন্ধেয় অনুষ্ঠিত দু’ঘণ্টাব্যাপী বৈঠকে মহেন্দ্র সিংহ ধোনির আপ্রাণ চেষ্টা সত্ত্বেও প্রথম টেস্টের দলে রাখা হল না হরভজনকে। নির্বাচকরা সর্বসম্মত ভাবে ৯৮ টেস্ট খেলা অফস্পিনারকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হরভজনের অভিজ্ঞতার কথা তুলে ধোনি চেষ্টা করেছিলেন তাঁকে প্রথম টেস্টের দলে রেখে দিতে। কিন্তু নির্বাচকদের সিদ্ধান্তের সামনে ভারত অধিনায়কের দাবি ধোপে টেকেনি। অশ্বিনের পক্ষে যায় সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজে চোখে পড়ার মতো পারফরম্যান্স।
অধিনায়ক ধোনিকে বিশ্রাম নেওয়ার জন্য বুঝিয়েছিলেন নির্বাচকরা। এই নিয়ে সভায় যথেষ্ট সময় ব্যয় করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান শ্রীকান্ত। কিন্তু ধোনি সভায় পরিষ্কার বলেন, এই মুহূর্তে তাঁর বিশ্রামের প্রয়োজন নেই। ধোনির গোঁ দেখে নির্বাচকরা শেষমেশ পিছিয়ে যান। এ দিন সকালে ইডেনেও প্র্যাক্টিসের আগে ধোনি সাংবাদিকদের বলেন, “আমি বিশ্রাম নেব না।’’ সরকারি ভাবে অবশ্য নির্বাচকরা ধোনির বিশ্রাম নিয়ে কিছুই বলতে চাননি। এক নির্বাচক সভা থেকে বেরিয়ে আনন্দবাজারকে বললেন, “আমরা ধোনিকে বিশ্রামের কথা বলিনি তো। ও বিশ্রাম চাইলে ভেবে দেখতাম।” |
এই আমাদের টিম। শুক্রবার টেস্ট দলের তালিকা নিয়ে নির্বাচক
প্রধান শ্রীকান্ত। পাশে মোহিন্দর অমরনাথ। -নিজস্ব চিত্র |
পনেরো জনের দলে চমক বলতে স্পিনার রাহুল শর্মা। একজন লেগস্পিনার নেওয়ার পক্ষেই রায় দেন নির্বাচকরা। তা ছাড়া অনিল কুম্বলের কাছে গত কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছেন রাহুল। সেটাও তাঁর পক্ষে যায়। মনে করা হচ্ছে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাহুলের লেগস্পিন ভারতের অন্যতম অস্ত্র হয়ে উঠবে।
বিরাট কোহলির টেস্ট দলে নিয়মিত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন নির্বাচকদের গরিষ্ঠ অংশ। সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজে বিরাটের পারফরম্যান্স মনে ধরেছে নির্বাচকদের। সে জন্যই রোহিত শর্মা বা সুরেশ রায়নার বদলে তাঁকে টেস্ট দলে বেছে নেওয়া হল। অস্ট্রেলিয়া সফরের জন্যও তাঁকে ভাবা হচ্ছে। আবার ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ রায়নাকে আপাতত আর টেস্ট দলে ভাবছেন না নির্বাচকরা। এ ছাড়া প্রত্যাশা মতো তৃতীয় ওপেনার হিসাবে টিমে ঢুকেছেন অজিঙ্ক রাহানে। এই সিরিজে সুযোগ পান বা না পান, গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরে তাঁকেই তৃতীয় ওপেনার হিসাবে দেখা যেতে পারে।
টেস্ট এবং ওয়ান ডে-তে আলাদা অধিনায়কের ভাবনা নির্বাচকদের মধ্যে থাকলেও অস্ট্রেলিয়া সফরের আগে এ নিয়ে সিদ্ধান্ত হচ্ছে না। দ্বিতীয় কিপার নেওয়া হয়নি কারণ ধোনি চোট পেলে বা অসুস্থ হলে পার্থিব পটেল বা ঋদ্ধিমান সাহাকে ডেকে নেওয়ার সুযোগ থাকছে। তা ছাড়া রীতি অনুযায়ী হোম সিরিজে দ্বিতীয় কিপার থাকে না। তবে দু’ঘণ্টার বৈঠকে অধিকাংশ সময় খরচ হয় হরভজনকে নিয়ে। জানা গেল, সহবাগ তাঁর সুস্থতার সার্টিফিকেট জমা দিয়েছেন। সচিনও বোর্ডকে জানিয়েছেন টেস্ট সিরিজে তিনি খেলবেন। জাহির খান ফিট নন বলে বিবেচিত হননি।
১৫ জনের টেস্ট দল: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিংহ, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, বরুণ অ্যারন, রাহুল শর্মা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে। |