দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক শুরু করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। আমেরিকায় কপোর্রেট-কর্তা রজত গুপ্তের জামিন পাওয়ার ঘটনা উল্লেখ করে আজ টুইটারে তিনি লেখেন, ‘রজত গুপ্ত জামিন পেয়েছেন জেনে ভাল লাগছে। এই ঘটনা কি আমাদের বিচারবিভাগের কাছে কোনও দৃষ্টান্ত হতে পারে? যাতে চার্জশিট হওয়ার পরে বিচারাধীনদের আর হাজতে থাকতে না হয়?’
টু জি মামলায় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডি এম কে নেত্রী কানিমোজির নামে সম্প্রতি চার্জ গঠিত হয়েছে। তার পরেও তাঁদের জামিন হয়নি। সেই পরিপ্রেক্ষিতে দিগ্বিজয়ের মন্তব্যের এই ব্যাখ্যা হতে শুরু
করে যে তিনি রাজা-কানিমোজিদের জামিনের ব্যাপারেই ইঙ্গিত
করেছেন। সম্প্রতি বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টের ধমক খেয়েছেন খোদ আইনমন্ত্রী সলমন খুরশিদও। তিনি বলেছিলেন, আদালত শিল্পপতি এবং শিল্পসংস্থার কর্তাদের জেলে পোরায় দেশে লগ্নি ক্ষতিগ্রস্ত হবে। তাঁর ইঙ্গিত ছিল সেই টু জি মামলার দিকেই। তা নিয়ে সরকার এবং দল অস্বস্তিতে পড়ে। সলমন পরে তাঁর মন্তব্যের সাফাই দিতেও বাধ্য হন। তার পরেই আবার দিগ্বিজয়ের এই মন্তব্য।
আজ তাই এ প্রশ্নও ওঠে, এটা সামগ্রিক ভাবে কংগ্রেসের অবস্থান কি না? জবাবে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি আজ বলেন, “কংগ্রেস কখনওই বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করে না। এটা দিগ্বিজয়ের ব্যক্তিগত মত।” প্রকাশ্যে কংগ্রেসের তরফে এ কথা বলা হলেও তলে তলে দলের অধিকাংশ নেতাই মনে করেন, রাজা-কানিমোজিদের জামিন না পাওয়ার কোনও যুক্তি নেই। আদালত অতি-সক্রিয় হয়ে জামিন দিচ্ছে না। শুধু কংগ্রেস নয়, বিজেপি-র অনেক নেতারও একই মত। |