তিন কামরা লাইনচ্যুত কালকা মেলের
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
মাস তিনেক আগের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই ফের দুর্ঘটনায় পড়ল হাওড়া-দিল্লি কালকা মেল। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ হরিয়ানার সোনেপতের কাছে কালকা মেলের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেলের এক কর্তা জানিয়েছেন, আজ সকাল পাঁচটা তেতাল্লিশ নাগাদ সোনেপতের কাছে রথধানা স্টেশন ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। আচমকাই ট্রেনের তিনটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। ট্রেনের গতিবেগ তখন খুবই কম ছিল। তাই বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন উত্তর রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার অশ্বিনী কুমার। লাইনচ্যুত কামরাগুলির মধ্যে একটি লাগেজ ভ্যান। বাকি দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। তবে তাঁদের কারও চোট লাগেনি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে লাইনে ফাটলের ফলে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন রেলকর্তারা। এই বছরের জুলাই মাসে উত্তরপ্রদেশের মলওঁয়ার কাছে উল্টে গিয়েছিল দিল্লিগামী কালকা মেলের ইঞ্জিন-সহ ১৬টি কামরা। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ৭০ জনের। |
“নমস্তে”, বললেন লেডি গাগা
নিজস্ব প্রতিবেদন |
কখনও মাংসের পোশাক, কখনও পশুর চামড়া, কখনও তাঁর শরীর ঢেকেছে শুধুই বুদ্বুদে! তাঁর গান যেমন ভুবনজয়ী, তেমনই বিতর্ক তাঁর পোশাক, সাজসজ্জা নিয়েও। ভারতে পা রেখেই অবশ্য লেডি গাগা জানিয়ে দিলেন, এ দেশের মানুষের সূক্ষ্ম অনুভূতির কথা মাথায় রেখে তাঁর ‘অদ্ভুতুড়ে’ সাজ কিছু কমই করবেন! নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক পপ-আইকন-এর পোশাকেও তাই কপালে চোখ তোলা চমক ছিল না। যা তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডিজাইনার নইম খান। চুলও রাঙানোর চেষ্টা করেছেন অনেকটা ভারতীয় জাতীয় পতাকার রঙে। রবিবার গ্রেটার নয়ডায় ফর্মুলা ওয়ানের পার্টিতে তিনি গাইবেন। তার আগে ভারতের রাজধানীতে পা রেখেই তাঁর ট্যুইট, “অবশেষে এলাম। স্বপ্ন সফল হল। ভারতে ফর্মুলা ওয়ান-এ গাইব।” আরও লিখলেন , “এটা নিউ ডেলি (New Deli) নয়, নিউ দিল্লি (New Delhi)।. নমস্তে!” স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোত্তা ওরফে লেডি গাগা আগেই একটি ভারতীয় চ্যানেলে জানিয়েছেন, ভারতীয় রান্নার ক্লাস করতে চান তিনি! |
রাজীবের খুনিদের শুনানি স্থগিত
সংবাদ সংস্থা • চেন্নাই |
রাজীব গাঁধী হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত তিন জনের আবেদন নিয়ে শুনানি স্থগিত রাখল মাদ্রাজ হাইকোর্ট। ফলে আপাতত স্থগিত রইল তাঁদের মৃত্যুদণ্ডও। ২৯ নভেম্বর ফের এই আবেদনের শুনানি হবে।
মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত মুরুগান, সান্থন ও পেরারুরিভালানের ক্ষমাভিক্ষার আবেদন আগেই খারিজ করেছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। কিন্তু, ক্ষমাভিক্ষার আবেদন বিবেচনায় বেশি সময় লেগে যাওয়াকে হাতিয়ার করে মাদ্রাজ হাইকোর্টে ফের আবেদন করেন ওই তিন জন। তাঁদের আইনজীবীদের বক্তব্য, বেশি দেরি হলে শাস্তি লাঘব করা উচিত। মুরুগানদের শাস্তি লাঘব করা নিয়ে সক্রিয় হয়েছেন জয়ললিতা, এম করুণানিধি ও এমডিএমকে নেতা ভাইকোর মতো তামিলনাড়ুর রাজনীতিকরাও। মাদ্রাজ হাইকোর্টে আবেদনকারীদের মধ্যে রয়েছেন ভাইকোও। |