স্মার্ট ফোনের বরাতে অ্যাপলকে ছাপিয়ে গেল স্যামসাং। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে। মূলত বিপণিতে পাঠানো পণ্যের পরিমাণের উপর ভিত্তি করেই সম্ভাব্য বিক্রির সংখ্যা নির্ধারণ করে সংস্থাগুলি। পাশাপাশি বোঝা যায় বাজারের চাহিদাও। আর এই বিচারেই স্টিভ জোবসের সংস্থাকে আপাতত অনেকটাই পিছনে ফেলেছে স্যামসাং।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানিয়েছে, এই সময়ে বিক্রির জন্য আগের ত্রৈমাসিকের চেয়ে ৪৪% বেশি স্মার্ট ফোন বিপণিগুলিতে পাঠিয়েছে তারা। সংখ্যার হিসেবে তা ২.৭৮ কোটি। গত বছরের তুলনায় চার গুণ বেশি। শুধুমাত্র ফোনের ব্যবসা থেকেই আয় দাঁড়িয়েছে ২২০ কোটি ডলার, যা সংস্থার নিট মুনাফার ৬০%।
এ দিকে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অ্যাপল আই ফোনের বিক্রি ১৬% কমে হয়েছে ১.৭১ কোটি। বিশেষজ্ঞদের মতে, আই ফোন-এর নতুন সংস্করণ ‘৪এস’ বাজারে আসার প্রতীক্ষায় ছিলেন বেশিরভাগ ক্রেতাই। তাই অনেকে তৃতীয় ত্রৈমাসিকে পা বাড়াননি পুরনো সংস্করণের দিকে। ফলে কমেছে আই ফোনের বিক্রি।
সংশ্লিষ্ট মহলের মতে, স্যামসাং-এর সামনে এখন এক মাত্র আই ফোন ছাড়া অন্য কোনও প্রতিদ্বন্দ্বী নেই। স্মার্ট ফোনের ক্ষেত্রে অ্যাপলের পণ্যের সংখ্যা সীমিত। সেখানেই গুগ্লের অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত গ্যালাক্সি স্মার্ট ফোন-সহ একাধিক পণ্য রয়েছে স্যামসাং-এর ঝুলিতে। পাশাপাশি, বৃহস্পতিবারই ‘গ্যালাক্সি নোট মোবাইল’ আনার কথাও জানিয়েছে তারা। স্মার্ট ফোনের নিরিখে বর্তমানে সংস্থার বাজার দখল ২৩.৮%।
স্যামসাং-এর পাশাপাশি, বিশ্ব জুড়ে স্মার্ট ফোনের বাজার দখলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে অন্যান্য সংস্থাও। তাই স্যামসাং-এর বিরুদ্ধে আই ফোন এবং আই-প্যাডের অনেক বৈশিষ্ট্য নকল করার অভিযোগ এনে তাদের পণ্য বিক্রি বন্ধের আবেদন করলেও, ভবিষ্যতে অ্যাপলের সামনে আরও কঠিন পরীক্ষা রয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। |