আয়করদাতাদের সচেতনতা বাড়াতে এবং তাঁদের অভিযোগ শুনতে দেশ জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে আয়কর বিভাগ। ৩১ অক্টোবর থেকে আয়কর দফতরে সরাসরি যে কোনও অভিযোগ জানাতে পারবেন আয়করদাতারা। পাশাপাশি, সচেতনতা বাড়াতে আলোচনাচক্র-সহ নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগও গড়ে তোলা হবে। অনুষ্ঠান চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
|
কংক্রিটের নির্মাণ কাজে ব্যবহৃত টিএমটি রড পরীক্ষার কেন্দ্র চালু করল সুল স্টিল। সংস্থার দাবি, বাড়ি তৈরিতে ব্যবহার্য ওই টিএমটি রড ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর নির্দেশিত মান অনুযায়ী তৈরি করা হয়েছে কি না, সেটাই বিচার করা হবে ওই কেন্দ্রে। সে ক্ষেত্রে গবেষণাগারে রডের ছোট টুকরো জমা দিলেই হবে। আপাতত বহরমপুর এবং কৃষ্ণনগরে দুটি কেন্দ্র চালু হয়েছে। শীঘ্রই দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলাতেও খোলা হবে দুটি কেন্দ্র।
|
দেশের দুই প্রান্তে নতুন শাখা খুলল এইচডিএফসি ব্যাঙ্ক। মূলত বৈষ্ণোদেবীর যাত্রীদের কথা মাথায় রেখেই জম্মু ও কাশ্মীরের কাছে কাটরায় একটি শাখা খুলেছে ব্যাঙ্কটি। চলতি মাসে ওই রাজ্যে এই নিয়ে দ্বিতীয় শাখাটি খুলল তারা। পাশাপাশি, আন্দামানের পোর্ট ব্লেয়ারেও একটি শাখা খুলেছে তারা। এটি সেখানে তাদের প্রথম শাখা বলে জানিয়েছে ব্যাঙ্কটি।
|
দেশের বাজারে বজাজের নতুন বাইক ‘বক্সার ১৫০’। সংস্থার দাবি, দেশের ছোট ও মাঝারি শহরের কথা মাথায় রেখে এই ১৫০ সিসি-র বাইকটি এনেছে তারা। নাম দেওয়া হয়েছে ‘ভারত বাইক’। দাম ৪২,৫৭৩ টাকা।
|
রাজ্যে বাড়ি ও রান্নাঘরে ব্যবহারের ‘পিজিয়ন’ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য আনল স্টোভ ক্রাফট। বিভিন্ন ধরনের প্রেশার কুকার, রাইস কুকার, জল পরিশোধক-সহ নানা পণ্যই বাজারে এনেছে সংস্থা।
|
• এস কে শ্রীবাস্তব অয়েল ইন্ডিয়ার সিএমডি নিযুক্ত হয়েছেন। ২০১২-র মে মাসে দায়িত্ব নেবেন। এখন তিনি ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন্স-এর ডিরেক্টর জেনারেল।
• হেরফ্রায়েড হাসেনোয়ার্ল ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় রোলস রয়েস-এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হয়েছেন।
• রাজীব চালিসগাঁওকর ভারত ও দক্ষিণ এশিয়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ক্ষুদ্র-মাঝারি ব্যাঙ্কিং বিভাগের প্রধান হয়েছেন।
• স্বাতী আর পরাদকর শ্রী মহিলা গৃহ উদ্যোগ লিজ্জত পাঁপড়-এর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।
• রাজেশ মোহতা ইন্ডিয়ান প্লাস্টিক্স ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
|