কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় মিলল এক বিচারাধীন তরুণীর দেহ। বেনজির বেওয়া (১৯) নামে ওই তরুণী মাস দুয়েকের অন্তঃসত্ত্বা ছিলেন বলে চিকিৎসকেরা জানান। ২৪ অক্টোবর স্বামীকে খুন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দু-দিন ধরে কৃষ্ণনগর সংশোধনাগারেই ছিলেন তিনি। বুধবার ভোরে সংশোধনাগারের মহিলা ওয়ার্ডের শৌচাগারে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান অন্য বন্দিরা। ঘটনাস্থলে আসেন মহকুমাশাসক। তাঁর উপস্থিতিতে সুরতহাল করা হয়। কৃষ্ণনগর সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “এই ঘটনার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হবে।” সংশোধনাগারের সুপার নজরুল ইসলাম বলেন, “২৪ অক্টোবর সংশোধনাগারে নিয়ে আসা হয় বেনজিরকে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।” পুলিশ জানিয়েছে, চাপড়ার ভাতগাছি গ্রামের বাসিন্দা সুরাত শেখের (২৫) সঙ্গে বেনজিরের বছর দু’য়েক আগে বিয়ে হয়। শনিবার শোওয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সুরাতের পরিবার বেনজিরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, ‘ত্রিকোণ প্রেমের’ জেরেই খুন। সে রাতে বেনজিরকে ধরে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, সুরাত ও বেনজিরের মধ্যে প্রায় ঝামেলা হত। খুন হওয়ার ভয়ে কিছু দিন চাপড়া থেকে চলে গিয়েছিলেন সুরাত। এমনই দাবি বাড়ির লোকের। বেনজিরের দাদা সইফুদ্দিন বিশ্বাস অবশ্য বলেন, “দু-মাসের অন্তঃসত্ত্বা ছিল বোন। এই অবস্থায় কারোকে খুন করা যায়? বোনকে ফাঁসানো হয়েছে। সুরাত-বেনজিরের মৃত্যুর তদন্ত হোক।”
|
দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজ হয়ে গেল রঘুনাথগঞ্জ-২ ব্লকের তেঘরি পঞ্চায়েতের দুই সদস্যের। মসিউর রহমান ও মহম্মদ জাকারিয়া শেখ নামে ওই দুই সদস্য সিপিএমের প্রতীকে নির্বাচনে জয়ী হওয়ার পরে দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গত ১০ অক্টোবর ওই দুই সদস্য সিপিএমের দলীয় হুইপ অমান্য করে সিপিএমেরই পঞ্চায়েত প্রধান কোরবান আলিকে অপসারণ করতে কংগ্রেসকে সমর্থন করেন। ফলে ১৩ সদস্যের তেঘরি পঞ্চায়েতে কংগ্রেসের আনা অনাস্থায় ৭-০ ভোটে অপাসারিত হয়েছিলেন প্রধান। বামেদের ৬ জন সদস্য অবশ্য অনুপস্থিত ছিলেন। বিডিও পার্থপ্রতিম সাধুখাঁ বলেন, “সিপিএমের আনা অভিযোগের ভিত্তিতে শুনানির পরে বৃহস্পতিবার ওই দু-জনের পঞ্চায়েতের সদস্য পদ খারিজ করা হয়েছে। ফলে আগামী ৯ নভেম্বর নতুন প্রধান নির্বাচনে ওই দু-জন অংশ নিতে পারবেন না।” এতে বিপাকে পড়ল কংগ্রেস। বর্তমানে ১১ জন সদস্যের মধ্যে বামফ্রন্টের ৬ জন এবং কংগ্রেসের সদস্য সংখ্যা রয়েছে ৫ জন। এই অবস্থায় ফের সিপিএমের বোর্ড গঠন সুনিশ্চিত বলে দাবি সিপিএমের নেতা সোমনাথ সিংহ রায়ের। ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ সাহা বলেন, “সদস্য পদ খারিজেরবিরুদ্ধে আমরা প্রয়োজনে আদালতে যাব।”
|
তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে পাড়ার মণ্ডপ থেকে বাড়ি ফেরার সময়ে ওই যুবক ওই ছাত্রী ও তার বান্ধবীকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার যুবাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক পলাতক। ওই ছাত্রীর কাকা জানান, “আমার ভাইঝির বন্ধু কোনরকমে পালিয়ে এসে আমাদের ঘটনার কথা জানায়। প্রথমে বিশ্বাস করিনি। পরে ভাইঝি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে।” পুলিশ জানিয়েছে, ওই মেয়েটিকে বেথুয়াডহরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে।
|
এক যুবকের ক্ষতবিক্ষত দেহ বৃহস্পতিবার উদ্ধার করেছে চাপড়া থানার পুলিশ। মৃতের নাম কৃষ্ণ দাস (৩৫)। তিনি ভ্যান চালাতেন। বাড়ি চাপড়ার গোংরাদাস পাড়ায়।
|
চার দিন ধরে নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রামের পাশের একটি পুকুর থেকে দেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম খোকন সর্দার (২৮)। বাড়ি নাকাশিপাড়ায়। পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |