আই লিগের দ্বিতীয় ম্যাচেই পরিবর্তনের হাওয়া ইস্টবেঙ্গলে। শনিবার প্রয়াগ ইউনাইটেড ম্যাচে ট্রেভর মর্গ্যানের প্রথম দলে সম্ভবত থাকছেন না পেন ওরজি। তাঁর জায়গায় খেলবেন অ্যালান গাও। যদিও স্কটিশ ফুটবলারের এমআরআই রিপোর্ট বৃহস্পতিবার রাত পর্যন্ত হাতে পাননি লাল-হলুদ কোচ। চোটের জন্য নেই মেহতাব হোসেন। তাঁর অনুপস্থিতিতে লাল-হলুদ মাঝমাঠের যাবতীয় দায় দায়িত্ব একাই সামলাচ্ছিলেন পেন। সেখানে পেনকে বসিয়ে গাওকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানোর পরীক্ষায় কতটা সফল হতে পারবেন মর্গ্যান, সেটাই এখন দেখার! ইস্টবেঙ্গলের জন্য সুখবর, সুস্থ হয়ে দলে ফিরছেন গুরবিন্দর সিংহ। রাজু গায়েকোয়াড়ও মাঠে নেমে পড়েছেন। তবে রাজুকে শনিবারের ম্যাচে খেলতে দেখা না গেলেও গুরবিন্দরের খেলার সম্ভাবনা প্রবল। মর্গ্যানের প্রথম দলে অবশ্য থাকছেন ওপারা এবং নির্মল। তাঁদের দুই পাশে নওবা-রবার্ট। মাঝমাঠে গাও, হরমনজিৎ, ভাসুম এবং পাইতে। ফরোয়ার্ডে টোলগে-রবিন। গোলে গুরপ্রীত। অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে ২-২ আটকানোর পর আত্মবিশ্বাসী প্রয়াগ ইউনাউটেডও। ইয়াকুবু-জোসিমারদের কোচ সঞ্জয় সেন এ দিন বলছিলেন, “ইয়াকুবু ভাল ফর্মে রয়েছে। এই ম্যাচে জোসিমার আর ডেনসনকেও পেয়ে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে তিন পয়েন্ট নিয়েই ফিরব।”
|
আই লিগের নিয়ম অনুযায়ী সব ক্লাবের কোচের হাতেই থাকতে হবে এএফসি ‘এ’ লাইসেন্স। মুম্বই এফ সি এ বারের আই লিগের দ্বিতীয় ম্যাচটাও খেলে ফেলল ‘এ’ লাইসেন্স কোচ ছাড়াই। কারণ, তাদের কোচ খালিদ জামিল এখনও সেই যোগ্যতা পাননি। আর দ্বিতীয় ম্যাচেই ডেম্পোর কাছে ০-৪ বিধ্বস্ত হল মুম্বই এফ সি। আই লিগ সিইও সুনন্দ ধরকে ফোনে ধরা হলে বললেন, “খালিদ জামিল ‘এ’ লাইসেন্সের পরীক্ষা দিয়েছে। রেজাল্ট বেরনো পর্যন্ত ফেডারেশনের কাছে সময় চেয়েছে। যদি পাস করতে না পারে তা হলে অন্য কোচ আনতে হবে মুম্বই এফ সিকে।” এ দিকে গোয়ায় ডেম্পোর হয়ে দুটি গোল করলেন র্যান্টি মার্টিন্স। বাকি দুটি গোল ক্লিফোর্ড মিরান্ডা এবং পিটার কার্ভালহোর। ভারতের মাটিতে ১১৬ নম্বর গোল করে র্যান্টি এখন ওডাফার থেকে একটি গোলে পিছিয়ে। ইয়াকুবুর থেকে পিছিয়ে চার গোলে।
|
কলকাতা প্রিমিয়ার লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গল কবে নামবে এখনও ঠিক নেই। তার মধ্যেই আইএফএ-র সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি করল স্পনসর সহারা। বৃহস্পতিবার বিকালে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এই কথা জানান। সহারার তরফে উপস্থিত ছিলেন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। তিনি বলেন, “কলকাতা লিগকে আরও উন্নত করার ভাবনা-চিন্তা করা হবে।” মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের খেলা হবে। কিন্তু মহমেডান মাঠে খেলা হওয়া নিয়ে এখনও সংশয় আছে। উৎপল গঙ্গোপাধ্যায় জানান, কয়েক দিনের মধ্যেই কলকাতা প্রিমিয়ার লিগের সূচী ঘোষণা করা হবে।
|
প্রত্যাশিত ভাবেই স্যাভিও মিডেইরাকে জাতীয় কোচ ঘোষণা করল ফেডারেশন। বৃহস্পতিবার স্যাভিওকে সরকারি ভাবে জানিয়েও দেওয়া হল।
|
শুক্রবার আই লিগে
• মোহনবাগান : চিরাগ ইউনাইটেড কেরল (যুবভারতী, ৩-৩০)
• পৈলান অ্যারোজ : সালগাওকর (গোয়া)
• পুণে এফ সি : স্পোর্টিং ক্লুব (পুণে)
• লাজং : হ্যাল (ইম্ফল) |