টুকরো খবর
যে পুজোয় এক হয় ৪৮ পরিবার
একান্নবর্তী পরিবার ভেঙে গিয়েছে। ফ্ল্যাটবাড়ির স্বল্প পরিসরে ছোট ছোট পরিবারগুলির বসবাস শুরু হয়েছে। তবু মনের গভীরে থেকে গিয়েছে একসঙ্গে বেড়ে ওঠার পুরনো স্মৃতি। বিশেষ করে উৎসবের মরসুমে সবাই মিলে আনন্দে মেতে ওঠার স্বাদই আলাদা। সেই স্বাদটুকু পেতেই কালীপুজো শুরু করেছিলেন সুভাষনগর সরকারি আবাসনের বাসিন্দারা। এই পুজোর বয়স ৪১ বছর। কালীপুজো উপলক্ষে আবাসনের ৪৮টি পরিবার এক হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত চলে নানা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া। ছেলেরা ক্যারাম প্রতিযোগিতায় যোগ দিচ্ছে তো মেয়েরা লুডোয়। ছোটদের জন্য বসে আঁকো, নাচ, গান, হিট দ্য উইকেট, পাসিং দ্য বল-সহ নানা আয়োজন। ছোটদের আঁকা ছবি টাঙানো হয়েছে পুজো মণ্ডপ ও অনুষ্ঠান মঞ্চের চারদিকে। আবাসনের বাসিন্দারা জানালেন, গোড়ায় এই কালীপুজো ছিল এলাকাবাসীর। পরে আবাসন ঘিরে ফেলা হয়। তারপর আবাসনের বাসিন্দারাই পুজো শুরু করেন। আবাসনের বাসিন্দা অভিজিৎ ভুঁইয়া বলেন, “এক সঙ্গে খাওয়াদাওয়া, প্রতিযোগিতা, সারাদিন হইহুল্লোড়, টানা তিন দিন এই সব চলে। এই পুজো ঘিরে আমরা এতগুলি পরিবার একাকার হয়ে যাই।”

চাল চুরির নালিশ শিক্ষকের বিরুদ্ধে
চাল চুরির অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পিংলার তেতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিবাদে বৃহস্পতিবার বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযুক্ত প্রধান শিক্ষক গৌর মাইতিকে গ্রেফতারের দাবি জানানো হয়। বিভিন্ন অঙ্গনওয়াড়িতেও এ রকম ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। পিংলার তৃণমূল নেতা মহম্মদ মহসিন বলেন, “চাল চুরির পর বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ওই শিক্ষককে হাতেনাতে ধরেন গ্রামবাসী। পরে পুলিশ চাল উদ্ধার করে।” কংগ্রেস নেতা প্রশান্ত চক্রবর্তীও জানিয়েছেন, চাল চুরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানানো হবে। তেতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ভোলানাথ মান্না নামে এক জনের বাড়িতে স্কুলের মিড ডে মিলের চাল রাখা হত। বুধবার রাতে সেখান থেকেই দু’বস্তা চাল প্রধান শিক্ষক গৌর মাইতি নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। গ্রামবাসীরা তাঁকে পাকড়াও করে পুলিশে খবর দেন। বিডিও সুতপা নস্কর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজয়া সম্মিলনী
সম্প্রতি খড়্গপুর গ্রামীণ থানার গোপালী এলাকার বিবেকানন্দ বিদ্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন খড়্গপুর ১ ব্লকের তৃণমূলের সহ-সভাপতি মঙ্গল মাণ্ডি, খড়্গপুরের পুরপ্রধান জহর পাল, খেলাড় অঞ্চল প্রধান জিতেন্দ্রনাথ ভুঁইয়া, উপপ্রধান নবকুমার দাস প্রমুখ। এ দিকে, সম্প্রতি সাদাৎপুর প্রাথমিক বিদ্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করে খড়্গপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি।

স্মারকলিপি
পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির পরীক্ষা ও ফি বন্ধের দাবিতে জেলা স্কুল পরিদশর্ককে (মাধ্যমিক) স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ছাত্র পরিষদ নেতা মহম্মদ সাইফুলের নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়। সাইফুলের কথায়, “কেন্দ্রীয় সরকার অনেক আগেই এই আইন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় তা কার্যকরী হয়নি। অবিলম্বে এই আইন কার্যকরী না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।”

‘বাতায়নে’র সপ্তম সংখ্যা
সাহিত্য পত্রিকা ‘বাতায়নে’র তৃতীয় বর্ষ সপ্তম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হল সম্প্রতি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘মুখোমুখি’ পত্রিকার সম্পাদক কৃষ্ণেন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘নয়ন’ পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল ও সাহিত্যিক নন্দদুলাল রায়চৌধুরী। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল ইন্দা কৃষ্ণলাল শিক্ষানিকেতনে। সঙ্গীত পরিবেশন করেন শুভাশিস চক্রবর্তী, নৃত্যে শিখা দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাপিয়া মুখোপাধ্যায় ও দেবব্রত ভট্টাচার্য।

সাংস্কৃতিক অনুষ্ঠান
দীপাবলি উপলক্ষে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দাঁতনের ‘উদ্যোগী সংস্থা বলভদ্রপুর’। সংস্থার সম্পাদক সমীরণ দাস জানান, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এলাকার বিশিষ্ট শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধনা জানানো হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.