টুকরো খবর |
জোড়া বিস্ফোরণে মণিপুরে জখম ছয় |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিস্ফোরক-সহ জঙ্গি পাকড়াও করেও বিস্ফোরণ এড়ানো গেল না। দীপাবলীর রাতে, জোড়া বিস্ফোরণে মণিপুরে জখম হলেন দুই মহিলা-সহ ছ’জন। গত কাল রাতে সাড়ে আটটা নাগাদ, থঙ্গল বাজারে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, প্রায় একই সময়ে ৩০ মিটারের দূরত্বে দু’টি বিস্ফোরণ হয়।
প্রথম বিস্ফোরণটি হয় একটি দোকানের ভিতরে। অন্যটি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সিঁড়িতে। বিস্ফোরণে জখমদের রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন: সুলতানা, মহম্মদ ফারুক, মনীশ শেখাওয়াত ও তাঁর বোন মনীষা শেখাওয়াত, মুস্তাকিম এবং নীতীশ অগ্রবাল। পুলিশের ধারণ, টাইমার লাগানো আইইডি দু’টি আগেই বাজারে রাখা হয়েছিল। বিস্ফোরণে দোকানটির শাটার উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি দোকান। দীপাবলীর রাতে, জঙ্গিরা বিস্ফোরণ ঘটাতে পারে, এই খবর পুলিশের কাছে ছিলই। চলছিল জোর তল্লাশি। এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ, আসাম রাইফেল্স ও পুলিশ কম্যান্ডোরা তিনজন কেসিপি (এমসি) জঙ্গিকে গ্রেফতার করে পাঁচ কিলোগ্রাম আইইডি উদ্ধারও করেন। তবে জঙ্গিদের অন্য একটি দল, পুলিশের চোখ এড়িয়ে থঙ্গল বাজারে বোমা রেখে আসে। অন্য দিকে, মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ে, জিএনএলএ জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন এক মহিলা। পুলিশ জানায়, গত কাল রাত ১২টা নাগাদ, নেংমান্ডালগ্রে গ্রামের বাসিন্দা রাবিলা মারাকের বাড়িতে চড়াও হয়ে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলি লাগে রাবিলার হাত ও পিঠে। তাঁকে তুরা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামী, স্টিফেন সাংমা এএনভিসি দলের সদস্য ছিলেন। জিএনএলএ সেনাধ্যক্ষ সোহন ডি শিরার নির্দেশে, তাঁকে আগেই হত্যা করে জঙ্গিরা। ১৮ অক্টোবর এই গ্রামেই, যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় শিরার দলের। মারা যায় দলের সহ-সেনাধ্যক্ষ তথা শিরার তুতো ভাই, দিলসেন মারাক। এ বার শিরার সন্দেহ হয়, স্টিফেনের স্ত্রী জিএনএলএ দলের ঘাঁটির হদিস পুলিশকে দিয়েছেন। পুলিশের অনুমান, সেই সন্দেহেই রাবিলার উপরে এই হামলা।
|
আত্মসমর্পণ করতে চায় আলটা জঙ্গিরা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সভাপতি-সহ পুরো আলটা (ইউনাইটেড ট্রাইবাল লিবারেশন আর্মি) সংগঠনই অস্ত্র জমা দিয়ে সংঘর্ষবিরতি চাইছে। আলটার ঘাঁটি মণিপুরের তামেংলং ও জিরিবাম জেলা। সম্প্রতি সেনাবাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের কাছে অস্ত্রসমর্পণের ব্যাপারে তারা ইচ্ছাপ্রকাশ করে। মণিপুর সরকার ও সেনাবাহিনী এই প্রস্তাব গ্রহণ করেছে। আলটার সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি হলে, মণিপুরের সংঘর্ষবিরতিতে থাকা জঙ্গি সংগঠনের সংখ্যা হবে ২০। যতদিন না আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে, আলটা জঙ্গিদের জিরিবাম জেলার উচাথল শিবিরে, সেনা প্রহরায় রাখার ব্যবস্থা হয়েছে। আজ ইম্ফলে আলটা জঙ্গিদের ‘ঘরে ফেরা’-র অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী ও প্রশাসন। মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ জঙ্গিদের মূল স্রোতে ফেরার ইচ্ছাকে স্বাগত জানিয়ে বলেন, “সংঘর্ষবিরতি চুক্তির পরেও অনেক সংগঠনের সদস্যরা তোলাবাজি চালাচ্ছে। আশা করি আলটা চুক্তিভঙ্গ করবে না। তেমন হলে পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে কড়া হতেই হবে।” ডিজি ইয়ুমনাম জয়কুমারের আশা, আলটা সংঘর্ষবিরতিতে আসায় জিরিবাম রেলপথ সম্প্রসারণে বাধা কমবে।
|
লাইনে বিস্ফোরণ, ট্রেন চলাচলে বিঘ্ন |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
উত্তর কাছাড়ের পার্বত্য এলাকা তথা ডিমা হাসাও জেলায়, রেল লাইনে বিস্ফোরণের ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হল। পুলিশ ও রেল সূত্রের খবর, কাল রাত এগারোটা নাগাদ মাহুর ও ফাইডিঙের মধ্যে বিস্ফোরণটি ঘটে। ফলে রেল লাইনের ক্ষতি হয়। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অফিসার সুব্রত হাজং জানান, গত রাতে, ওই সময়ে পাহাড় লাইনে দু’টি ট্রেন চলছিল। বিস্ফোরণের পরেই আপ বরাকভ্যালি এক্সপ্রেসকে লোয়ার হাফলং ও ডাউন বরাকভ্যালি এক্সপ্রেসকে মাইবঙে থামানো হয়। রেলকর্মীরা মেরামতির কাজে নামেন। আজ সকাল আটটা নাগাদ অবস্থা স্বাভাবিক হয়। তবে সব ট্রেনই দেরিতে চলছে। লামডিং-শিলচর এক্সপ্রেস আজ বাতিল করা হয়।
|
বিলোনিয়ায় খুন গ্রামবাসী |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
কয়েক দিন আগে সোনাইবাড়ির পাকুমাপাড়ার দেবলমণি ত্রিপুরা কাজে বেরিয়েছিলেন। সেই সূত্রেই তিনি সূর্যমণি ত্রিপুরার বাড়ি যান। কিন্তু বাড়ি ফিরে আসেননি। অনেক যোগাযোগ করেও তাঁর খোঁজ পাননি পরিবারের লোকজন। গত মঙ্গলবার সকালে নিজের গ্রামেরই একটি রাস্তার ধারে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনাস্থল থেকে বিলোনিয়া থানা প্রায় ২০ কিমি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রতিবেশীদের আশঙ্কা, ব্যক্তিগত শত্রুতার জেরেই দুষ্কৃতীরা দেবলমণিকে খুন করেছে।
|
কাশ্মীরে ধৃত ২ লস্কর জঙ্গি |
সংবাদসংস্থা • শ্রীনগর |
জোড়া গ্রেনেড হামলার ঘটনায় লস্কর ই তইবার দুই জঙ্গি ইরফান আসরফ দার এবং আলি মহম্মদকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। চলতি বছরের অগস্টে কাশ্মীরে দু’টি গ্রেনেড হামলা হয়। নিহত হন দুই বিএসএফ জওয়ান। সেই ঘটনাতেই এই দু’জনকে ধরা হয়েছে বৃহস্পতিবার পুলিশের এক মুখপাত্র বলেন, “ওই জোড়া গ্রেনেড হামলায় জড়িত সন্দেহে গত কাল দু’জনকে গ্রেফতার করে সিট। ধৃতদের নাম ইরফান আসরফ দার এবং আলি মহম্মদ। দুজনেই বারামুলার সোপোরের বাসিন্দা।”
|
অগ্নিদগ্ধ হয়ে বালিকার মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
‘চাং ঘরে’ পুড়ে মারা গেল শিশুকন্যা। গত কাল রাতে বালিজানে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, বরহোলা থানার মিসিংগাঁওতে, জীবন পালাং-এর বাড়ির চাং ঘরে (মিসিং উপজাতির মাচানে তৈরি রান্না ও খাওয়ার ঘর) রাতে ঘুমিয়েছিল ১০ বছরের মৌসুমী পালাং। জীবনবাবু বাড়ি ছিলেন না। রাতে কাঠের বাড়িটিতে আগুন লেগে যায়। মৌসুমীর মা চাং ঘর থেকে মেয়েকে বের করে আনতে পারেননি। মায়ের চোখের সামনেই চাং ঘর দাউ দাউ করে পুড়ে যায়। জীবন্ত দগ্ধ হয় মৌসুমী। পুলিশের সন্দেহ, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
|
স্ত্রীর হাতে স্বামী খুন |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মদ্যপ অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে কামরূপের রঙিয়ায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, গত কাল দেওয়ালির রাতে, ধেপারগাঁওয়ে গ্রামবাসীরা মদ্যপান করে আমোদ-আহ্লাদ করছিলেন। বগিরাম বড়ো ও তাঁর স্ত্রী দুবিবালা মদ্যপান করতে করতেই দাম্পত্য কলহে জড়িয়ে পড়েন। স্বামীর উপর রাগ করে, হাতের কাছে থাকা দা নিয়ে বগিরামকে আক্রমণ করেন দুবিবালা। দায়ের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী। দুবিবালাকে আজ গ্রেফতার করা হয়। |
বৃদ্ধ দম্পতি খুন |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল এক বৃদ্ধ দম্পতির। গত কাল গভীর রাতে, গোলাঘাট জেলার মেরাপানিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, সোনাপুর গ্রামের একটি ঘর থেকে, আজ সকালে গোপাল বোরা ও ঘনমাই বোরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি ডাইনি অপবাদে হত্যার ঘটনা হতে পারে।
|
কংগ্রেস-আরএলডি রফা চূড়ান্ত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আসন বণ্টন নিয়ে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) সঙ্গে সমঝোতা এক রকম চূড়ান্ত করল কংগ্রেস। উত্তরপ্রদেশে ভাল করতে মরিয়া রাহুল গাঁধী নিজেও চাইছিলেন রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে হাত মেলাতে। পশ্চিম উত্তরপ্রদেশে অজিত সিংহের দলের প্রভাব যথেষ্টই। তাই বিধানসভা ভোটে তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায় কংগ্রেস। কংগ্রেস সূত্রের খবর, আরএলডি-র সঙ্গে এ সপ্তাহের মধ্যেই আসন বণ্টন নিয়ে চূড়ান্ত রফা হয়ে যাবে। অজিত সিংহের দল প্রাথমিক ভাবে ৭০টি আসন দাবি করলেও কংগ্রেস ৫০ আসন ছাড়তে রাজি।
|
ধৃত ২ লস্কর জঙ্গি |
সংবাদসংস্থা • শ্রীনগর |
জোড়া গ্রেনেড হামলার ঘটনায় লস্কর ই তইবার দুই জঙ্গি ইরফান আসরফ দার এবং আলি মহম্মদকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। চলতি বছরের অগস্টে কাশ্মীরে দু’টি গ্রেনেড হামলা হয়। নিহত হন দুই বিএসএফ জওয়ান। সেই ঘটনাতেই এই দু’জনকে ধরা হয়েছে।
|
টুইটারে জাল অ্যাকাউন্ট, ক্ষুব্ধ অমিতাভ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তাঁর নামে টুইটারে জাল অ্যাকাউন্ট। তাতে শাহরুখ খানের ‘রা.ওয়ান’ নিয়ে আজেবাজে মন্তব্য। এতে বেজায় চটেছেন অমিতাভ বচ্চন। জাল অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে: ‘রা.ওয়ান’ দেখলাম। কী অপচয়। অভিষেকের খুব খারাপ ছবি ‘দ্রোণ’-ও এর চেয়ে ভাল ছিল। এই মন্তব্য করা হয়েছে @SrBachhann- অ্যাকাউন্ট থেকে। নিজস্ব অ্যাকাউন্ট @SrBachchan. থেকে অমিতাভ লিখেছেন, “আমার নামে মিথ্যে আইডি ব্যবহার করা হয়েছে। আমি ‘রা.ওয়ান’ এখনও দেখিনি। আর আমি সব সময় শাহরুখের শুভাকাঙ্ক্ষী।” |
|