ফ্ল্যাট থেকে চুরি গেল কয়েক লক্ষ টাকার হিরের গয়না ও নগদ টাকা। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে ভবানীপুরের নন্দন স্ট্রিটে শেয়ারের ব্যবসায়ী ললিত তুলসিয়ানের চার তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। বাড়ির পরিচারক প্রকাশ (২৭) চুরিতে জড়িত বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সে নিখোঁজ। পুলিশ জানায়, বুধবার ললিতবাবু বাইরে গিয়েছিলেন। তাঁর স্ত্রী বিমলাদেবী পুজোর ঘরে ছিলেন। পুলিশের অনুমান, তখনই চুরি হয়। তুলসিয়ান দম্পতির অভিযোগ, আলমারি থেকে খোয়া গিয়েছে হিরের বেশ কিছু গয়না ও নগদ টাকা। সে সবের দাম ১০ লক্ষ টাকার কাছাকাছি। তদন্তে পুলিশ জেনেছে, দেওয়ালির ছুটি নিয়ে ললিতবাবুর পুরনো পরিচারক গ্রামে গিয়েছেন। সপ্তাহখানেক আগে প্রকাশকে অস্থায়ী ভাবে কাজে নিয়োগ করা হয়। তবে তাঁর ছবি বা ঠিকানা তাঁদের কাছে নেই বলে পুলিশকে জানিয়েছেন ললিতবাবুরা।
|
হরিদেবপুরে একটি ফিডার বক্সে আগুন লেগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্তীর্ণ এলাকা অন্ধকার হয়ে যায়। ফিডার বক্সের কাছেই একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ শহরতলির করুণাময়ীর কাছে মতিলাল গুপ্ত রোডে ওই ঘটনা ঘটে সন্ধ্যা ৭টা নাগাদ। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সিইএসসি-র কর্মীরা চলে আসেন। দমকল-কর্তৃপক্ষের অনুমান, বাজি থেকে রাস্তার ধারের ফিডার বক্স সংলগ্ন জঞ্জালের ভ্যাটে আগুন লেগে যায়। সেই আগুন ফিডার বক্সে ধরে যায়। |