তৃণমূলের ‘অত্যাচার’, সরব প্রদীপ |
তুহিন সামন্তের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করতে বর্ধমানে গিয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে ‘অত্যাচার’ চালানোর অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বৃহস্পতিবার বর্ধমান শহরের সিএমএস স্কুলে প্রয়াত কংগ্রেস নেতা তুহিন সামন্তের স্মরণসভায় প্রদীপবাবু অভিযোগ করেন, “এ পর্যন্ত ৭৩টি জায়গায় তৃণমূলের অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে আমাদের কর্মী-সমর্থকদের। অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা প্রহার করা হয়েছে। তৃণমূলের অত্যাচারে আমাদের কর্মী-সমর্থকদের ঘরছাড়া হতে হয়েছে।” এর আগেও একাধিক বার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন প্রদীপবাবু। তাঁর আক্ষেপ, “আমরা রাজ্য সরকারের জোটসঙ্গী। কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলেও সুরাহা হয়নি।” পাশাপাশি, সারের কালোবাজারি এবং সহায়ক মূল্যে ধান কেনার ব্যাপারে রাজ্য সরকারের ‘উদাসীনতা’ নিয়েও এ দিন তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে এই সব কারণে, বিশেষত তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলার পরে আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ‘একলা চলা’র নীতি নেবেন কি না, প্রদেশ কংগ্রেস সভাপতি তা বলতে পারেননি। এ প্রসঙ্গে প্রদীপবাবুর বক্তব্য, “পঞ্চায়েত ভোটের বেশ দেরি আছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। নাম দুলি বাউড়ি (২০)। বৃহস্পতিবার দেহটির ময়না-তদন্ত হয়। চার মাস আগে নিতুড়িয়ার ভানোড়িয়া গ্রামের দুলাল বাউরির সঙ্গে দুলির বিয়ে হয়। বুধবার অগ্নিদগ্ধ অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। |