টুকরো খবর |
পুজোর আনন্দে বাদ সাধল আচমকা বৃষ্টি
নিজস্ব প্রতিবেদন |
কালী পুজোর সন্ধ্যায় বৃষ্টি হল শিলিগুড়ি, মালবাজার-সহ উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। ফালাকাটায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়। সন্ধ্যা থেকেই পুজো মণ্ডপে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। বৃষ্টির জেরে মণ্ডপ দর্শন ভেস্তে যায়। অনেকেই তড়িঘড়ি বাড়িতে ফিরতে বাধ্য হন। মালবাজারে বৃষ্টি শুরু হয় এদিন সন্ধ্যা ৬টা নাগাদ। বৃষ্টির জেরে বেশ কিছু মণ্ডপের সামনে জল জমে যায়। তাপমাত্রা নেমে যায় দ্রুত। দর্শনার্থীরা ভিজতে ভিজতে বাড়ি ফেরার রাস্তা ধরেন। থমকে যায় পুজোর আয়োজনও। রাত সাড়ে ৮টা নাগাদ বৃষ্টি থামলে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হয়। তবে দর্শনার্থীদের তেমন ভিড় আর লক্ষ্য করা যায়নি। এদিন সকাল থেকেই শিলিগুড়ি, মালবাজার-সহ ডুয়ার্সে বেশ গরম ছিল। দুপুরের পরে কালো মেঘ জমতে শুরু করে। সন্ধ্যায় মালবাজারে বৃষ্টির শুরুর পাশাপাশি আকাশ মেঘলা হয়ে যায় ধূপগুড়ি, ফালাকাটা-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। ফলে সেখানেও মণ্ডপে দর্শনার্থীদের ভিড় হালকা হতে থাকে। শিলিগুড়িতে বৃষ্টি নামে রাত সওয়া ৮টা নাগাদ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও তাপমাত্রা দ্রুত নেমে যায়। দর্শনার্থীরা অনেকেই বাড়ি ফেরার রাস্তা ধরেন। আধ ঘণ্টার মধ্যে অবশ্য বৃষ্টি থেমে যায়। তবে আকাশের মুখ ভার হয়েই ছিল। মাঝারি বৃষ্টিতে পুজো মণ্ডপগুলির তেমন ক্ষতি না-হলেও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন বিভিন্ন পুজো মণ্ডপের উদ্যোক্তারা। বৃষ্টিতে মণ্ডপের যাতে ক্ষতি না-হয় সেই আয়োজন শুরু হয়ে যায় সেবক রোড, হাকিমপাড়া-সহ বিভিন্ন এলাকায়।
|
আলোময় বালুরঘাট
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দীপাবলিতে আলোময় বালুরঘাট। শহরের সাধনা মোড় থেকে একদিকে সাড়ে তিন নম্বর মোড় হয়ে মঙ্গলপুর হিলি মোড়। অন্যদিকে, চকভবানি থেকে রঘুনাথপুর মোড় এলাকার বিগ বাজেটের পুজোর তোরণ এবং রাস্তা জুড়ে লম্বা আলোর চাদর যেন একটার পর একটা পুজো মণ্ডপকে একসূত্রে গেঁথে ফেলেছে। এবার ৫০ বছরের পুজো হচ্ছে বালুরঘাট ক্লাবে। প্রায় ৮০ ফুট উঁচু পুঁথি, জরি এবং চুমকির কারুকার্যে ভরা মন্দিরের আদলে কালী মণ্ডপ এবং রাস্তায় আলোক সজ্জা নজর কাড়ছে। সরোজরঞ্জন সরণী মোড়ে এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে সাড়ে সাক হাত শ্যামা মূর্তি এবারে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে দর্শনার্থীদের মধ্যে। সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের শ্যামাপুজোয় সবার নজর কেড়েছে তাঁদের আলোসজ্জা। রঙিন টুনির সাজে দুপাশের দালান বাড়ি, ভবনের পাশাপাশি মঙ্গলপুর হিলি মোড়ে খেয়ালি সঙ্ঘের পুজোয় দেখা যাবে সাম্প্রতিক গ্যাংটকের ভূমিকম্পের দৃশ্যাবলী। যুবশ্রীর মণ্ডপ তারাপীঠের আদলে গড়ে তোলা হয়েছে। রঘুনাথপুরে স্বাস্থ্য সম্পদ ক্লাব, মিলন সঙ্ঘের পুজোয় মন্দিরের আদলে মণ্ডপের সঙ্গে আলো এবং ধ্বনির চমক। এ বার চকভবানি এলাকায় মালোপাড়া ঘাটের পুজোয় আত্রেয়ী নদীবক্ষে নৌকার আদলে মণ্ডপে শ্যামাপুজো এবং সরোজ সেতু এলাকায় পুজোয় ক্ষীরের তৈরি কালী প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে।
|
দোকানে আগুন, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দোকানের ভিতরেই অগ্নিদগ্ধ মারা গেলেন এক ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার বিন্দোল হাটখোলায়। পুলিস জানায়, মৃতের নাম জামরুল হোসেন (৩০)। এলাকার অন্তরা গ্রামে বাড়ি। তাঁর মোটর বাইক মেরামতির দোকান ছিল। সন্ধ্যায় ওই দোকানেই আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। আগুন নেভানোর পরে বাসিন্দারা ওই ব্যবসায়ীর ঝলসানো দেহ বার করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আগুন লাগার পরে বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ওই ব্যবসায়ী দোকান থেকে বার হতে পারেননি। এলাকার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলি বলেন, “দোকানের ভিতরে পেট্রোল, গ্যাস-সহ নানা দাহ্য পদার্থ ছিল। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে।”
|
দরজার তালা ভেঙে চুরি ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বাড়ির লোকেদের অনুস্থিতির সুযোগে দরজার তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ইসলামপুর থানা সংলগ্ন কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। ইসলামপুর থানার আই সি সমীর পাল বলেন, “ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হয়েছে।” বাড়ির মালিক সরকারি কর্মচারী গোপাল সেনগুপ্ত বলেন, “শোওয়ার ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছে। এর পরেই পুলিশে অভিযোগ করি।”
|
রাসের মেলায় দাম বাড়ল স্টলের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাসমেলায় স্টলের ভাড়া ১০ পয়সা হারে বাড়ছে। কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্গ ফুট হিসাবে রোজ ১০ পয়সা করে বেশি ভাড়া দিতে হবে। গত বছর ক্রেতাদের বর্গ ফুট পিছু ভাড়া দিতে হয়েছে ১ টাকা ১০ পয়সা হারে। এ বার দিতে হবে ১ টাকা ২০ পয়সা হারে। পুর-চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “মেলা আয়োজনের খরচ বাড়ছে। সব দিক বিবেচনা করে প্রতি বর্গ ফুট ১০ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে।” রাস মেলা শুরু হচ্ছে ১০ নভেম্বর থেকে। মেলায় ২ হাজারের বেশি দোকান থাকবে।
|
বড়তারা পুজোয় ঢল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
‘বড়তারা’ পুজো ঘিরে কোচবিহার মদনমোহন মন্দিরে ভিড় উপচে পড়ল দর্শনার্থীদের। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দির ঘরে ওই পুজো হয়। দেবত্তর সূত্রে জানা গিয়েছে, বিশালাকার প্রতিমার রং কালো। পরণে বাঘ ছালের আদলে তৈরি পোশাক। বুধবার সন্ধ্যা থেকে বাসিন্দাদের ঢল নামে মন্দিরে। কোচবিহার রাজ পরিবারের দুয়ারবক্সি অমিয় বক্সি জানান, পুরানো রীতি মেনে দেবীর পুজোয় পাঠা, পায়রা, ভেড়া বলির রেওয়াজ মানা হয়।
|
দাম বাড়ল স্টলের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাসমেলায় স্টলের ভাড়া ১০ পয়সা হারে বাড়ছে। কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্গ ফুট হিসাবে রোজ ১০ পয়সা করে বেশি ভাড়া দিতে হবে। গত বছর ক্রেতাদের বর্গ ফুট পিছু ভাড়া দিতে হয়েছে ১ টাকা ১০ পয়সা হারে। এ বার দিতে হবে ১ টাকা ২০ পয়সা হারে। পুর-চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “মেলা আয়োজনের খরচ বাড়ছে। সব দিক বিবেচনা করে প্রতি বর্গ ফুট ১০ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে।”
|
বাসে বাজেয়াপ্ত |
বালুরঘাট-শিলিগুড়িগামী বাসে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি সুপারি এবং রসুন বাজেয়াপ্ত করল গঙ্গারামপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুনর্ভবা সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, তিনটি বাস থেকে পুলিশ ৫০ বস্তা সুপারি এবং ২৬ বস্তা রসুন বাজেয়াপ্ত করে। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।”
|
দরজা ভেঙে চুরি |
বাড়ির লোকেদের অনুস্থিতির সুযোগে দরজার তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ইসলামপুর থানা সংলগ্ন কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে ধরা হয়েছে।
|
পোশাক বিলি |
দীপাবলিতে ৪০০ বাসিন্দাকে নতুন পোশাক বিলি করল তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ শহর কমিটি। বুধবার তুফানগঞ্জ এনএনএম হাইস্কুল থেকে ওই পোশাক দেওয়া হয়। সংগঠনের সভাপতি হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, “পুরসভার ১২টি ওয়ার্ডের গরিব বাসিন্দাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।” |
|