নিউ টাউন
উন্নত পরিষেবায় ট্রমা ও জেরিয়াট্রিক সেন্টার
সাধারণ চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির পরিকল্পনা তো রয়েছেই। নিউ টাউনে এ বার গড়ে উঠতে চলেছে আরও দুই ভিন্ন ধর্মী চিকিৎসা-ব্যবস্থা। দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার এবং শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধাদের চিকিৎসার জন্য জেরিয়াট্রিক সেন্টার। এই দুই ধরনের চিকিৎসা কেন্দ্রের জন্য রাখা হচ্ছে ২ একর করে দু’টি জায়গা।
সরকারি তথ্য বলছে, ইএম বাইপাস থেকে কলকাতার সঙ্গে বিমানবন্দরের সংযোগকারী নিউ টাউনের মেজর আর্টারিয়াল রোড ক্রমেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। গত চার বছরে ওই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে ১৯৫টি। তার মধ্যে ৬০টি দুর্ঘটনা ঘটেছে চলতি বছরেই। অধিকাংশ ক্ষেত্রেই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। সাড়ে দশ কিলোমিটার ওই রাস্তায় হাসপাতাল তো দূর অস্ৎ, আপৎকালীন চিকিৎসারও তেমন কোনও ব্যবস্থা নেই। এর পাশাপাশি, আরও কয়েকটি আর্টারিয়াল রোডও তৈরি হচ্ছে নিউ টাউনে। ফলে হিডকো কর্তাদের আশঙ্কা, রাস্তা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়বে।
সে কারণেই রাজ্য সরকারি সংস্থা হিডকো পরিকল্পনা নিয়েছে বেসরকারি উদ্যোগে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ১-এ ওই ট্রমা সেন্টার তৈরি করার। দুর্ঘটনাগ্রস্ত রোগীর জন্য উন্নতমানের আপৎকালীন চিকিৎসা-ব্যবস্থা থাকবে সেখানে। বসতি তেমন ভাবে গড়ে না উঠলেও বর্তমানে অসংখ্য বহুতল অফিস মেজর আটার্র্রিয়াল রোডে তৈরি হয়েছে। সেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটলে হয় নিউ টাউন থেকে কয়েক কিলোমিটার দূরের সল্টলেক, বা ভি আই পি রোডের ধারে নার্সিংহোমে মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়।
হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “দুর্ঘটনার পরেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা গেলে অনেক ক্ষেত্রেই আহত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়। এ বার সেই উদ্যোগই নেওয়া হচ্ছে। উন্নতমানের ট্রমা সেন্টার তৈরি হবে নিউ টাউনে। যাতে যে কোনও ধরনের দুর্ঘটনার পরেই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দূরের নার্সিংহোম কিংবা হাসপাতালে নিয়ে যেতে না হয়।”
অন্য দিকে, অ্যাকশন এরিয়া ২-তে গড়ে উঠবে শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধাদের চিকিৎসার জন্য জেরিয়াট্রিক সেন্টার।
হিডকোর যুগ্মসচিব প্রদ্যোৎ বিশ্বাসের কথায়, “পূর্বাঞ্চলে শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধাদের চিকিৎসার জন্য এমন ব্যবস্থা এই প্রথম। কলকাতার অনেক জায়গায় যেমন শিশুদের চিকিৎসার পৃথক ব্যবস্থা রয়েছে, তেমন নিউ টাউনে থাকবে শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধাদের চিকিৎসার জন্য এই জেরিয়াট্রিক সেন্টার।”
কী থাকবে সেখানে? বয়সকালে শরীরে অনেক অঙ্গ-প্রতঙ্গ ঠিক মতো কাজ করে না। হিডকো সূত্রে খবর, বয়সকালেও যাতে শরীরে নতুন অঙ্গ-প্রত্যঙ্গ গঠন হতে পারে, ‘রি-জেনারেটিভ’ পদ্ধতিতে তেমনই চিকিৎসার ব্যবস্থা থাকবে ওই হাসপাতালে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.