লরির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বুধবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি-শালতোড়া রাস্তায় গঙ্গাজলঘাটি থানার বনআশুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রূপেন বাউরি (৩৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। লরিটি আটক করে চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, পেশায় খেত মজুর রূপেনবাবু তা খাওয়ার জন্য রাস্তার পাশে একটি দোকানে যাচ্ছিলেন। সেই সময় শালতোড়া থেকে গঙ্গাজলঘাটিমুখী একটি লরি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা কিছু ক্ষণ পথ অবরোধ করেন। রূপেনবাবুর পরিবার সূত্রে জানা যায়, তাঁর স্ত্রী ও দুটি ছোট ছেলে মেয়ে রয়েছে। তাঁর আয়েই সংসার চলত। তাই তাঁর পরিবার ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন।
|
মদ আটক, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রাস্তার ধারে কয়েকটি ধাবায় বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। কালীপুজোর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের উপকণ্ঠে পুরুলিয়া-বোকারো রাস্তার পাশে পুলিশ হানা দেয়। প্রায় দেড়শো লিটার মদ বাজেয়াপ্ত করেছে। অভিযানের নেতৃত্বে থাকা ডিএসপি (আইন ও শৃঙ্খলা) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বেআইনিভাবে মদ মজুত রাখা ও বিক্রি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ১৫০ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়।” বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে চারজনের জেলহাজত হয়।
|
মঙ্গলবার রাতে পুরুলিয়ার জয়পুর থানার ডামরু গ্রামের কাছে ধানখেতের পাশে অনন্ত গোপ নামে এক প্রৌঢ়ের (৬৩) দেহ মেলে। ডামরু গ্রামেই তাঁর বাড়ি। পুলিশের অনুমান, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। জমি নিয়ে কয়েক জনের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। |