ঝাপড়া-দুবড়া বেহাল রাস্তায় পথ দুর্ঘটনায় ফের আরও একজনের মৃত্যু হল। বুধবার সকালে পাড়া থানার গুড়গুড়িয়া গ্রামের কাছে একটি লরি পিষে দেয় তাঁকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধুচরণ রাজোয়াড় (৪০)। তাঁর বাড়ি পাড়া থানার কাকডিহা গ্রামে। পুলিশ জানিয়েছে, খারাপ রাস্তার কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে চাপা দেয়। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “আমরা পূর্ত দফতরকে (সড়ক) রাস্তাটি সংস্কারের জন্য বলেছি।”
এই রাস্তায় বার বার দুর্ঘটনা ঘটায় উত্তেজনা ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, ঝাপড়া মোড় থেকে দুবড়া যাওয়ার প্রায় ১২ কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছে। দীর্ঘ সংস্কারের অভাবেই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনাটি ঘটেছে। তার পরে এ দিন ফের দুর্ঘটনা ঘটায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হত দেড় মাসেই ওই রাস্তায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। পর পর ছ’টি পথদুর্ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন।
দুবড়ার বাসিন্দা আনন্দ স্বর্ণকার, স্বপন চৌধুরী, অপু গরাইদের অভিযোগ, দুবড়া মোড়ের অদূরে একটি কালর্ভাট বিপজ্জনকভাবে ভেঙে রয়েছে। চৌধুরীবাঁধ, গুড়গুড়িয়া গ্রামের কাছে রাস্তার উপরে বড় গর্ত তৈরি হয়েছে। একই অবস্থা পাড়া বাজার এলাকায়। সব মিলিয়ে পুরো রাস্তাটাই বিপজ্জনক বয়ে পড়েছে। কিন্তু, প্রশাসন রাস্তাটি সংস্কারে উদ্যোগী নয়। পাড়ার কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরিও রাস্তার অবস্থা নিয়ে ক্ষুব্ধ। তিনি বলেন, “ওই ১২ কিলোমিটার রাস্তা আমূল সংস্কার করা দরকার। বিধানসভায় এ ব্যাপারে বলেছি। পূর্ত দফতরের রাস্তাটি গুরুত্ব দিয়ে সংস্কার করা দরকার।” এ দিন বহু চেষ্টা করেও পুরুলিয়ার পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকার তপন দত্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাস্তাটি প্রাথমিক পর্যায়ের সংস্কার করার কাজ শুরু হয়েছে। নভেম্বর মাসের মধ্যেই পুরোদমে কাজ শুরু করা যাবে বলে দফতরের আশ্বাস। |