নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বয়স আঠেরোর নীচে? ভবিষ্যতে বরুণ অ্যারন বা উমেশ যাদব হওয়ার স্বপ্ন দেখেন? তা হলে একটা ক্রিকেট বল বদলে দিতে পারে আপনার জীবনটাই।
কাজটা অবশ্য একটু কঠিন। বীরেন্দ্র সহবাগকে এক বলে বোল্ড করতে হবে!
দেওয়ালি উপলক্ষ্যে গোটা দেশের প্রতিশ্রুতিমান বোলারদের জন্য অভিনব উদ্যোগ নজফগড়ের রাজকুমারের। আগামী শনিবার যখন টিম-ধোনি ইডেনে সন্ধের টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি নেবে, তখন হরিয়ানার ঝাঁঝরে তাঁর নবনির্মিত ক্রিকেট অ্যাকাডেমিতে বাইশ গজে ব্যাট হাতে ক্রিজে দাঁড়াবেন বীরু। তাঁকে ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে বল করার সুযোগ মিলবে গোটা দেশের একশোজন আঠেরোর কমবয়সি বোলারের। |
প্রতিযোগিতার নাম ‘বীরু বনাম তুমি’, ক্যাচ লাইন হল, ‘এক বল যো আপ কি লাইফ বদল দে!’ ক্রিকেটের নিয়ম মেনে বাইশ গজে একটা আইনসম্মত বল করে ব্যাটসম্যান সহবাগকে বোল্ড করতে হবে। একবারই বল করা যাবে, দ্বিতীয় বল করার সুযোগ নেই। বোল্ড করলেই সহবাগের ক্রিকেট অ্যাকাডেমিতে গোটা একটা গ্রীষ্ম নিখরচায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। ফাউ হিসেবে পাওয়া যাবে সহবাগের সান্নিধ্য, তাঁর সই করা মহার্ঘ্য ক্রিকেট ব্যাট। তার চেয়েও গুরুত্বপূর্ণ, যদি সত্যিই কেউ প্রতিভাবান হন, তাঁর ভবিষ্যতের ব্যাপারটা সহবাগ দেখবেন।
অনেকটা গান বা নাচের রিয়েলিটি শো-র ঢঙে প্রতিযোগিতা, তফাত বলতে টিভিতে দেখানো হবে না। গোটা বিশ্বে আগে কখনও কোনও ক্রিকেটার প্রতিভা খুঁজতে এই ধরনের অভিনব উদ্যোগ নেননি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সহবাগ স্বয়ং তাঁর বিবৃতিতে বলেছেন, “আমার ভক্তরা সব সময় জিজ্ঞেস করে, কবে ওরা আমাকে বল করার সুযোগ পাবে? এই দেওয়ালিতে সবার স্বপ্ন সত্যি হবে। ২৯ অক্টোবর আঠেরোর বছরে কমবয়সিরা আমাকে বল করার সুযোগ পাবে। এসো, আমাকে বোল্ড করো আর আমার অ্যাকাডেমিতে বিনা পয়সায় কোচিং নাও।” মনে করিয়ে দিয়েছেন, “সময় নষ্ট না করে ঝাজ্জরে আমার অ্যাকাডেমিতে ২৯ তারিখ চলে এসো। মনে রাখবে, প্রথম একশো জনই সুযোগ পাবে। দেরি করলে পস্তাতে হবে।” বিশদ তথ্যের জন্য সহবাগের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। |