নেতৃত্ব যেতে পারে টেরির
সংবাদসংস্থা • লন্ডন |
|
বিতর্কের কেন্দ্রে
জন টেরি। |
কৃষ্ণাঙ্গ এক ফুটবলারকে বর্ণবৈষম্যমূলক বিদ্রুপ করায় জন টেরি-র বিরুদ্ধে তদন্তে নামছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং লন্ডন পুলিশ। যার জন্য ইংল্যান্ডের নেতৃত্ব হারাতে পারেন তিনি। রবিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে চেলসির ০-১ হারে বিপক্ষের ডিফেন্ডার আন্তন ফার্দিনান্দ-কে বিদ্রুপ করেন টেরি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এটাই অবশ্য ইংল্যান্ড অধিনায়কের ফুটবল জীবনের প্রথম বিতর্ক নয়। এর আগে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ইংল্যান্ডের নেতৃত্ব হারাতে হয়েছিল তাঁকে। ২০১২ ইউরো কাপে দলকে নেতৃত্ব দেওয়ার সাত মাস আগে এই নতুন বিতর্ক টেরির জাতীয় ফুটবল কেরিয়ারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্রিটিশ ফুটবল মহলের অনেকে। টেরি নিজে অবশ্য তদন্তের খবরে খুশি। তিনি জানিয়েছেন, তদন্তে সত্যটা জানা যাবে। জাভি জেতালেন বার্সাকে: বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে জাভি গোল করে দলকে জেতালেন। অন্য দিকে, প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে আধ ডজন গোল খাওয়ার ধাক্কায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন ঝুঁকি না নিয়ে লিগ কাপে পুরো অভিজ্ঞ টিম নামিয়ে দিলেন ইংল্যান্ডের চতুর্থ ডিভিশন টিম অল্ডারশটের বিরুদ্ধেও। এবং ৩-০ জিতে দু’দিন আগের দুঃস্বপ্ন থেকে কিছুটা বার হতে পেরেছে ম্যান ইউ। এ দিকে, ম্যাঞ্চেস্টার সিটি-র বিতর্কিত ফরোয়ার্ড তেভেজ ম্যাচ খেলতে অস্বীকার করার ঘটনার জেরে কোচ মানচিনি-র করা কড়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন আর্জেন্তিনীয় ফুটবলার মামলা করার হুমকি দিয়েছেন। তেভেজকে ক্লাব জরিমানাও করেছিল খেলতে অস্বীকার করায়।
|
রঞ্জিতে সৌরভ পাঁচেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে রেখেই রঞ্জি ট্রফির প্রথম দু’ম্যাচের দল বেছে নিল সিএবি। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলার রঞ্জি অভিযান। গুজরাতের বিরুদ্ধে। অধিনায়ক হিসাবে যথারীতি আছেন মনোজ তিওয়ারি, সহ অধিনায়ক ঋদ্ধিমান সাহা। এ দিন ১৬ জনের দল বেছে নেওয়া হয়। বড় নাম কেউ বাদ নেই। স্বাভাবিক ভাবেই টিমে আছেন লক্ষ্মীরতন শুক্ল, রণদেব বসুরা। ষোল জনের টিমে নতুন মুখ বলতে শুধু বাঁ হাতি স্পিনার অনির্বাণ গুপ্ত। বাকিদের ব্যাটিং অর্ডার কী হবে, তা এখনও ঠিক হয়নি। কিন্তু সৌরভ রঞ্জিতে কোথায় নামবেন, তা মোটামুটি ঠিক। সেই পাঁচে। বৈঠক শেষে বাংলার নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত বলছিলেন, “দাদির (সৌরভ) ব্যাটিং অর্ডার পাঁচই হবে। যদি না পরিস্থিতি অনুযায়ী সেটা পাল্টায়।”
বাংলার ষোল জনের টিম এ রকম: মনোজ তিওয়ারি (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (সহ অধিনায়ক), অরিন্দম দাস, পার্থসারথি ভট্টাচার্য, রোহন বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ঝুনঝুনওয়ালা, ঋতম পোড়েল, লক্ষ্মীরতন শুক্ল, সামি আহমেদ, অশোক দিন্দা, রণদেব বসু, সৌরাশিস লাহিড়ী, ইরেশ সাক্সেনা, অনির্বাণ গুপ্ত এবং অরিন্দম ঘোষ।
|
ভারত উঠল তিনে, ধোনিও
সংবাদসংস্থা • দুবাই |
ইংল্যান্ডকে সিরিজে ৫-০ ম্যাচে হারিয়ে আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এল ভারত। সিরিজ শুরুর আগে ১১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এখন বিশ্বকাপ জয়ী ধোনির দল ১১৮ পয়েন্টে। তবে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে আবার চার নম্বরে নেমে আসবে ভারত। অন্য দিকে, ভারতে ওয়ান ডে সিরিজে কচুকাটা হওয়ায় চার থেকে পাঁচ নম্বরে নেমে গিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ হওয়ার সুবাদে ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ থেকে তিনে উঠে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। এক এবং দু’নম্বরে রয়েছেন হাশিম আমলা এবং এবি ডে’ভিলিয়ার্স। বিরাট কোহলি রয়েছেন পাঁচ নম্বরে। বোলারদের মধ্যে প্রথম কুড়ির মধ্যে চলে এলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (কুড়ি)। বারো ধাপ উঠে ২৬ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগারো ধাপ উঠে বারো নম্বরে রয়েছেন জাডেজা।
|
আমের-মজিদ বড় বিপাকে
সংবাদসংস্থা • লন্ডন |
‘লর্ডসগেট’ মামলার যাবতীয় তথ্য খুঁটিয়ে দেখার পর বিচারপতি কুক মনে করেন, এজেন্ট আজহার মজিদ এবং পাকিস্তানি ফাস্ট বোলার মহম্মদ আমের স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আবেগকে প্রশ্রয় না দিয়ে তিনি জুরিদের রায় শোনাতে বলেছেন।
|
বোপান্নারা এখন আরও নিশ্চিত
নিজস্ব প্রতিবেদন |
মেলো-সোয়ারেসকে অস্ট্রিয়ান ওপেনে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন বোপান্না-কুরেশি। র্যাঙ্কিংয়ে তাঁদের এটিপি পয়েন্টও বাড়ল। আরও নিশ্চিত হল বিশ্ব মিটের ছাড়পত্র পাওয়া। অন্য দিকে, দীর্ঘদিন পরে সোমদেব দেববর্মন এটিপি টুর্নামেন্টে প্রথম রাউন্ডের বাধা টপকালেন। সেন্ট পিটাসবার্গ ওপেনে। |