নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুক্রবার আই লিগের দ্বিতীয় ম্যাচে হোসে ব্যারেটোকে শুরুতেই নামানোর কথা ভাবছেন সুব্রত ভট্টাচার্য। পাশাপাশি সাইমন স্টোরির জায়গায় এক ডিফেন্ডারের খোঁজ চলছে মোহনবাগানে।
বুধবার সকালে অনুশীলনের পরই তারাপীঠে পুজো দিতে চলে যান টিডি সুব্রত ভট্টাচার্য। সেখান থেকে ফেরার পথেই বললেন, “ব্যারেটোকে গোলের জন্য যদি পরেই নামাতে হয়, তা হলে শুরুতেই নামিয়ে দেওয়া ভাল।” একসময় তাঁকে চিরাগ কেরলের টিডি হিসাবে ঘোষণা করেছিলেন ওই দলের স্পনসররা। শেষপর্যন্ত কেরলের ওই দলটির দায়িত্ব নেননি সুব্রত। সেই দলের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামার আগে অবশ্য যথেষ্ট সতর্ক তিনি। বললেন, “কোনও দলকেই ছোট করে দেখতে রাজি নই। কেরল তো প্রথম ম্যাচ জিতেছে। রক্ষণে দু’একটা পরিবর্তন করার কথা ভাবছি। একজন ভাল স্টপার পেলে সমস্যাটা মিটে যেত।” |
সুব্রতর হাতে যে স্টপার আছে সেই সাইমন স্টোরি বুকের চোটের জন্য চার সপ্তাহ মাঠের বাইরে। তাঁর জায়গায় একজন স্টপারের খোঁজ চলছে মোহনবাগানে। কিন্তু স্টোরিকে এখনও বাতিল করলেও বদলি ফুটবলার নেওয়া কঠিন। প্রথমত, স্টোরির সঙ্গে ক্লাবের চুক্তি এক বছরের। তাঁকে বাতিল করলেও বাকি ছয় মাসের টাকা দিতে হবে। দ্বিতীয়ত, নতুন ফুটবলার হলে ১৫ জানুয়ারির আগে নেওয়া কঠিন, ফ্রি প্লেয়ার না হলে। তৃতীয়ত, বিকল্পকে আনতে হবে এশিয়ার কোনও দেশ থেকেই। মোহন-কর্তাদের যা মনোভাব তাতে বাকি মরসুমের মাইনে দিয়ে স্টেরিকে বাতিল করতে রাজি ক্লাব কর্তারা। সে জন্যই অস্ট্রেলীয় ডিফেন্ডারকে আই লিগে নথিভুক্ত করাননি তাঁরা। কিন্তু যখন বদলি পাওয়া যাবে তখন তো আই লিগের প্রথম রাউন্ডের অনেক ম্যাচ হয়ে যাবে। তাই এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। |
মোহনবাগানে অনুশীলন থাকলেও ট্রেভর মর্গ্যান কালীপুজোর দিন সবাইকে ছুটি দিয়েছিলেন। প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে শনিবার ম্যাচ ইস্টবেঙ্গলের। গোলকিপার কোচ অতনু ভট্টাচার্য অনুরোধ করেছিলেন, পুজোর পর দিন অনুশীলন বন্ধ রাখতে। কেননা কালীপুজোর দিন ফুটবলারদের অনুশীলন করা সমস্যা নয়, সমস্যা পরের দিন করা। কিন্তু ব্রিটিশ কোচ সিদ্ধান্ত নেন ম্যাচের আগের দু’দিন পরপর অনুশীলন করাতে। এ দিকে চার্চিল ম্যাচের সহকারী রেফারি মাঘো সিংহের বিরুদ্ধে ফেডারেশন ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল পুরোপুরি খুশি নয়। লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বললেন, “আমাদের অভিযোগ প্রমাণিত হয়েছে ঠিক। কিন্তু রেফারি প্রতাপ সিংহও তো একটা নিশ্চিত হ্যান্ডবল দেননি। যা থেকে পেনাল্টি হতে পারত। রেফারিদের মানোন্নয়ন না হলে এ ভাবে ভুগতে হবে।” তাঁর দাবি, “গতবারও আমরা পুণেতে বাজে রেফারিংয়ের শিকার হয়েছিলাম।”
নরওয়েতে ট্রায়ালে রেনেডি: নরওয়ের প্রথম ডিভিশন ক্লাব ট্রমসো ইল-এ তিন দিনের ট্রায়ালে গেলেন রেনেডি সিংহ। বুধবার প্রথম দিনেই মন জয় করলেন সহকারী কোচ আগনার ক্রিস্টেনসেনের। যদিও একদিন দেখেই কোনও সিদ্ধান্তে আসতে নারাজ তিনি। |