আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের নতুনগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে। ওই বাজারে ব্যবসায়ী নিমাই দে-র একটি আটা-ময়দার দোকান রয়েছে। এ দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে নম্বর প্লেটবিহীন একটি কালো রঙের মোটরবাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী তাঁকে একটি দেশি রিভলবার দেখিয়ে তাঁর টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে নিমাইবাবুর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তারা ফেলে দিয়ে যায় আগ্নেয়াস্ত্রটি। পুলিশ আগ্নেয়াস্ত্রটি আটক করলেও ছিনতাইকারীদের সন্ধান এখনও পাওয়া যায়নি। বর্ধমানের আইসি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই কালো মোটরবাইটির সন্ধান চলছে।” |
অ্যাথলেটিক্স ক্লাবের দলবদল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স ক্লাবগুলির দলবদল শুরু হচ্ছে ১ নভেম্বর। তা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। অ্যাথলিটদের নাম নথিভূক্তকরণ চলবে ১৫ থেকে ৩০ নভেম্বর। সোমবার অ্যাথলেটিক্স সাবকমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে জানান অ্যাথলেটিক্স সচিব সুভাষ সাহা। |
পূর্বাঞ্চল অ্যাথলেটিক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল অ্যাথলেটিক মিটে বাংলা দলের হয়ে যোগ দিতে যাচ্ছেন বর্ধমানের দুই মহিলা অ্যাথলিট। তাঁরা হলেন মায়া সরেন ও মণীষা কুমারী। আগামী ১-৪ নভেম্বর ঝাড়খণ্ডের রাঁচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। দল রওনা হবে ৩০ অক্টোবর। |