টুকরো খবর
ভাল কাটবে পুজো, আশা
বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী সংগঠন এবং বাসিন্দাদের সহযোগিতায় দুর্গাপুজো নির্বিঘ্নে কেটেছে, দীপাবলিতে সেই ধারা বজায় থাকবে বলে আশা শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি’র। মঙ্গলবার সকালে বর্ধমান রোডের একটি ভবনে শিলিগুড়ি পুলিশের তরফে শারদ সম্মান-২০১১ অনুষ্ঠানেন তিনি বলেন, “দুর্গাপুজো সবার শান্তিতে, আনন্দে কেটেছে। শিলিগুড়ি থানা এবং প্রধাননগর থানার পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছে। আশা, কালীপুজোও নির্বিঘ্নেই হবে।” উপস্থিত শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত এবং ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা পুলিশের প্রশংসা করেন। ডেপুটি মেয়র বলেন, “পুলিশ ভাল কাজ করেছে। বাসিন্দারা, ক্লাব উদ্যোক্তারা প্লাস্টিক বর্জন করেছেন। তা বজায় রাখতে অনুরোধ করছি।” তবে ক্লাবগুলিকে বিভিন্ন সংগঠনের তরফে যে চাঁদা দেওয়া হয় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডেপুটি মেয়র বলেন, “অনেক সংগঠন ক্লাবগুলিকে ঠিকঠাক চাঁদা দিচ্ছে না। কেউ কেউ চাঁদা দেওয়ার কথা বলেও দফতর বন্ধ করে চলে যাচ্ছেন। চাঁদাও খুব কম। আগামী পুজোর আগে বিষয়টি দেখা হবে।” শিলিগুড়ি পুলিশ দুর্গাপুজোর ক্ষেত্রে তিনটি বিভাগ তৈরি করে পুরস্কারের ঘোষণা করেছিল। ফোসিন-সম্পাদক বিশ্বজিৎ দাস, চিকিৎসক শেখর চক্রবর্তী, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওমপ্রকাশ অগ্রবাল এবং ফুটবল কোচ চন্দন ঘোষকে নিয়ে বিচারকমণ্ডলী তৈরি হয়। বগবাজেটের পুজোয় প্রথম হয়েছে সুব্রত সঙ্ঘ, দ্বিতীয় রথখোলা স্পোর্টিং ক্লাব এবং তৃতীয় হয়েছে জেটিএস। কম বাজেটের পুজো প্রথম রেঁনেসা, দ্বিতীয় উত্তরণ এবং তৃতীয় সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন। মহিলা পরিচালিত পুজোয় চলন্তিকা প্রথম, শতরূপা দ্বিতীয় এবং তরুণ সঙ্ঘ তৃতীয় হয়েছে। এ ছাড়া শক্তিসোপান, স্বস্তিকা যুবক সঙ্ঘ এবং মিলনপল্লিকে বিশেষ পুরস্কার দিয়েছে পুলিশ।

আগুনে আতঙ্ক
শিলিগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন তথা কংগ্রেস কাউন্সিলর সবিতাদেবী অগ্রবালের বাড়ির একটি অফিস ঘরে আগুন লাগায় আতঙ্ক ছড়াল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার অগ্রসেন রোডে। পুলিশ সূত্রে জানা গিয়োছে, ওই রোডেই সবিতাদেবীর তিন তলা বাড়ি। বাড়ির পেছনের দিকে নিচতলার একটি ঘরে বেসরকারি সংস্থার অফিস ঘর রয়েছে। সেখানে ‘ঘি’ এর প্যাকেট সহ বিভিন্ন দ্রব্যসামগ্রী মজুত করা ছিল। সেখানেই আগুন লাগে। সবিতাদেবী প্রথম ওই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকল ও পুলিশকে খবর দেয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে নিয়ে আসে। ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সবিতাদেবী বলেন, “একটি বেসরকারি সংস্থাকে ওই ঘর অফিসের কাজের জন্য ভাড়ি দিয়েছি। সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে সবাই মিলে নীচে নেমে আসি। বিদ্যুতের ‘মেন সুইচ’ অফ করে দিই। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দিই। কীভাবে আগুন লেগেছে তা পরিস্কার নয়। সেখানে নমুনা হিসেবে কিছু ‘ঘি’ ও অন্যান্য জিনিসপত্র রাখা ছিল।” কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল।

ক্যাসেট উদ্বোধন
রাজগঞ্জ ওয়েলফেয়ারের সংস্কৃতি বিভাগের উদ্যোগে প্রয়াত গীতিকার আশুতোষ চক্রবর্তীর অডিও ক্যাসেটের উদ্বোধন হল। মঙ্গলবার শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে ওই অডিও ক্যাসেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। ক্যাসেটের দশটি গানে সুর ও কন্ঠ ছিল রাজগঞ্জের রণজিৎ মণ্ডল ও বুবুন চক্রবর্তীর। রাজগঞ্জ ওয়েলফেয়ারের ফুটবল কোচ উত্তম চক্রবর্তী জানান, প্রয়াত গীতিকার আশুতোষ চক্রবর্তীর স্মরণে এ দিন এই অডিও ক্যাসেটের উদ্বোধন করা হয়।

‘এই প্রজন্ম’ আর্জি জানাল
শব্দদূষণ নয়, আসুন আতবাজি দিয়ে দেওয়ালি উৎসব পালন করি। শহরবাসীর কাছে এই আবেদন রেখেই মঙ্গলবার প্রতিবন্ধী শিশুদের নিয়ে শিলিগুড়িতে র্যালি করল ‘এই প্রজন্ম’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। বেলা ১২টা নাগাদ বাঘাযতীন পার্ক থেকে র্যালি বের হয়। কোর্ট মোড়, হিলকার্ট রোড, সেবক রোড হয়ে ফের বাঘাযতীন পার্কে গিয়ে র্যালি শেষ হয়। সংগঠনের পক্ষে শঙ্কর ঘোষ জানান, এদিন বিধাননগরে একটি অন্ধ শিশুদের স্কুলে গিয়ে শিশুদের পোশাক ও ফল বিতরণ করা হয়। আগামী ২৭ অক্টোবর তাঁরা প্রতিবন্ধীদের পুজো দেখাবেন।

অজ্ঞান বধূ উদ্ধার, আটক যুবক
এক বধূকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি প্রধাননগর থানার পিছনে এসএনসি রোডে। ওই মহিলার নাম সঙ্গীতা সিংহ। তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা পুলিশকে অভিযোগ জানিয়েছে, কয়েকদিন আগে কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে বধূকে ভয় দেখায়। তারাই তাঁকে ফের ভয় দেখিয়েছে বলে সন্দেহ। ঘটনায় যুক্ত সন্দেহে এক যুবককে আটক করে জেরা করছে পুলিশ।

দেহ উদ্ধার
মঙ্গলবার সকালে শিলিগুড়ি থানার সূর্য সেন পার্ক লাগোয়া মহানন্দা নদীর পাড় থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.