বিজনবাড়িতে সেতু দুর্ঘটনার পিছনে কারও গাফিলতি আছে কি না খতিয়ে দেখতে রাজ্যপালের কাছে উচ্চ পর্যায়ের তদন্তের আর্জি জানালেন সিপিএম নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। মঙ্গলবার অশোকবাবুর নেতৃত্বে সিপিএমের এক প্রতিনিধি দল প্রথমে বিজনবাড়ির দুর্ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পরে দার্জিলিঙে রাজভবনে গিয়ে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে দলটি।
সন্ধ্যায় রাজভবন থেকে বেরিয়ে প্রাক্তন পুরমন্ত্রী দাবি করেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে অনেক তথ্য পেয়েছি। ওই সেতু ভেঙে যাঁরা পড়েছেন, তাঁদের অনেকে তড়িদাহত হন বলে অভিযোগ পেয়েছি।” অশোকবাবুর বক্তব্য, “তা হলে কি সেতু দিয়ে বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল? তা ছাড়া, ওই দুর্বল সেতুতে একযোগে অত মানুষ যাতে না ওঠেন তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসন ও সভার উদ্যোক্তাদের ভূমিকা কী ছিল, সেটাও জানা জরুরি। শুনেছি, ওখানে চা বাগানের জমিতে কলেজের শিলান্যাস হচ্ছিল। তার অনুমতি ছিল কি না, স্পষ্ট নয়। তাই সরকারি ভাবে যাতে উচ্চ পর্যায়ের তদন্ত হয়, সেই ব্যবস্থা করতে রাজ্যপালকে অনুরোধ করেছি। তিনি আমাদের কথা শুনেছেন। যথাযথ ব্যবস্থা নেবেন, আশা করি।”
|
বিজনবাড়িতে ভেঙে পড়া সেতু পরিদর্শনে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। ছবি: বিশ্বরূপ বসাক |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিজনবাড়িতে যাননি তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন অশোকবাবু। যদিও সে ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিমল গুরুঙ্গ এবং রোশন গিরি। তাঁদের কথায়, “এক জন মহিলা যে কোনও বিপদে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। একা উনি কত জায়গায় যাবেন? বিজনবাড়িতে তো অন্য মন্ত্রী, জন প্রতিনিধিরা গিয়েছেন। আর বামেরা যখন রাজ্য চালিয়েছেন, তখন পাহাড়ের কোনও বিপর্যয়ে মুখ্যমন্ত্রী তো দূর, অন্য মন্ত্রীরাও আসার প্রয়োজন মনে করেননি। যাঁরা পাহাড়কে উপেক্ষা করেছেন, তাঁদের মুখে এখন সমালোচনা মানায় না।”
বিজনবাড়ি যে দীর্ঘ দিন সিপিএমের দুর্গ হিসেবে পরিচিত ছিল সে কথা মনে করিয়ে দিয়ে মোর্চার প্রচার সচিব হরকাবাহাদুর ছেত্রী বলেন, “ওই এলাকা থেকে পার্বত্য পরিষদেও সিপিএমের জনপ্রতিনিধি ছিলেন। তা-ও কেন বাম আমলে ওই সেতুটি সংস্কার হয়নি সেটা ভেবে অশোকবাবুরা আত্মসমালোচনা করুন।” আর তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের প্রতিক্রিয়া, “সেতু দুর্ঘটনায় আহতদের সুস্থ করে বাড়ি ফেরানো ছাড়া, আমরা এখন অন্য কিছু নিয়ে ভাবছি না।”
|