৩১ শিল্পে ন্যূনতম মজুরি চালু রাজ্যে, স্বাগত জানাল সিটু
রাজ্যের বেশির ভাগ শিল্পের জন্য ন্যূনতম মজুরি আইন চালু হল মঙ্গলবার। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু এ দিন মহাকরণে ঘোষণা করেছেন, রাজ্যের মোট ৫৫টি শিল্পের তালিকা সরকারের হাতে রয়েছে। তার মধ্যে ৩১টি শিল্পে অদক্ষ, আধা দক্ষ এবং দক্ষ এই তিন ধরনের শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণা করা হল। আরও ১৪টি শিল্পে মজুরির হার কী হবে, তা নিয়ে শ্রম দফতর আলোচনা চালাচ্ছে। বাকি ১০টি শিল্পে কর্মীদের ন্যূনতম মজুরি নিয়ে আদালতে মামলা চলছে। শ্রমমন্ত্রী জানান, সব পদ্ধতি ও প্রক্রিয়া মেনে এবং রাজ্যপালের অনুমোদন নিয়ে ‘পশ্চিমবঙ্গ ন্যূনতম মজুরি আইন ২০১১’ চালু করা হল। এই আইনের খসড়া বাম আমলেই তৈরি হয়, সে কথা স্বীকার করেছেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, “বামফ্রন্ট আমলেই এই আইন তৈরির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ওরা এটি রূপায়ণ করেনি। আমরা পাঁচ মাসেই এটি করতে পেরেছি।” সিটু নেতা কালী ঘোষও বলেন, “বামফ্রন্ট এই কাজ শুরু করেছিল। নতুন সরকার এখন সেটি রূপায়ণ করে ভাল কাজই করলেন।” চটকল শিল্পের আইএনটিইউসি নেতা গণেশ সরকার বলেন, “আগের সরকার যে কাজ ৩৪ বছরেও করতে পারেনি, মাত্র ৫ মাস ক্ষমতায় এসেই নতুন সরকার তা করে শ্রমিকদেরই মর্যাদা দিল।”
শ্রমমন্ত্রী জানান, এর আগে প্রতি ছ’মাস অন্তর একটি করে নির্দেশিকা জারি করে ন্যূনতম মজুরির হার জানিয়ে দিত শ্রম দফতর। এখন ৩১টি শিল্পে মজুরির হার স্থির করতে গিয়ে শিল্পগুলিকে দুটি ‘জোন’ বা এলাকায় ভাগ করেছে শ্রম দফতর। কলকাতা-সহ মোট ৫টি কর্পোরেশন এলাকা নিয়ে একটি ‘জোন’ এবং দ্বিতীয়টি রাজ্যের বাকি পুর ও পঞ্চায়েত এলাকাকে নিয়ে। প্রথম এলাকায় ৩,৩১২ থেকে ৫,৬১৪ টাকা মাসিক বেতনের কর্মীদের ন্যূনতম মজুরির হার স্থির করা হয়েছে ১৬২ থেকে ২১৫ টাকা পর্যন্ত। এর মধ্যে অবশ্য চালকলে কর্মরত শ্রমিকদের হিসেব অন্য রকম। এই কর্মীদের মাসিক বেতন স্থির হয়েছে ৩,৩১২ থেকে ৪,৪০৮ টাকা। এই ক্ষেত্রে দৈনিক ন্যূনতম মজুরি ১২৭ থেকে ১৬৯ টাকা পর্যন্ত। দ্বিতীয় এলাকায় ৩,৭৬২ থেকে ৫,০০৭ টাকা মাসিক বেতনের শ্রমিকদের দৈনিক মজুরি স্থির হয়েছে ১৪৪ থেকে ১৯২ টাকা পর্যন্ত।
শ্রমমন্ত্রী জানান, এই আইন ও ন্যূনতম মজুরির হার কী হবে, তা নিয়ে কেন্দ্রের শ্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন আইনের ব্যাখ্যা, বিশেষজ্ঞদের সুপারিশ ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) নির্দেশ ইত্যাদি খতিয়ে দেখার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই সঙ্গে শ্রমিকদের গড় স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে তাঁদের ন্যূনতম মজুরির হার বাড়ানোর জন্য কেন্দ্রের কাছেও আবেদন জানিয়েছে রাজ্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.