এলাকার বাসিন্দাদের সাহায্যে শিশুকন্যা-সহ এক অজ্ঞাতপরিচয় মহিলাকে উদ্ধার করল পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। মঙ্গলবার সকালে পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কে ওই থানার চাষমোড় এলাকা থেকে অসহায় ওই মহিলাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মহিলা কোনও কথা না বলায় তাঁর নাম-ঠিকানা বোঝা যাচ্ছে না।
স্থানীয় সূত্রের খবর, গত বৃহস্পতিবার পুরুলিয়া-কোটশিলা রেলপথের চাষরোড স্টেশনের কাছাকাছি শিশুকন্যা কোলে ওই মহিলাকে একা একা ঘুরতে দেখেন স্থানীয় মানুষ। চাষমোড়ের এক দোকান মালিক পিন্টু মাহাতো বলেন, “এক দিন দোকানের সামনে ফুটপাথে ওই মহিলাকে দেখি। সঙ্গে শিশুকন্যা। প্রথম দিন অতটা গুরুত্ব দিইনি। পরের দিন একই জায়গায় তাদের দেখে প্রশ্ন জাগে। কিন্তু অনেক জিজ্ঞাসা সত্ত্বেও মহিলা কোনও কথা বলেননি।” |
স্থানীয় বাসিন্দা অনিল আনসারির কথায়, “দেখেই বোঝা যাচ্ছিল ওরা ক্ষুধার্থ। মুখে কোনও কথা নেই। আমরা খাবার দেওয়ার পরে উনি চুপচাপ খেয়ে নিলেন।” তাঁরা ওই মহিলাকে একটি চাদর ও বাচ্চা মেয়েটিকে জামা দেন।
এ সবের মাঝেই ওই মহিলা এক দিন একা একা রেললাইনের ধারে চলে গিয়েছিলেন। জানতে পেরে এলাকাবাসী বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে একটি চেকপোস্টের (সর্বক্ষণের কর্মী রয়েছেন) কাছাকাছি মহিলাকে শিশুকন্যা-সহ রাখার ব্যবস্থা করেন। মঙ্গলবার তাঁরা পুলিশে খবর দেন। মহিলার ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ দিন চাষমোড়ে গিয়ে দেখা যায়, একটি কলের আছে শিশুকন্যাকে জল খাওয়াচ্ছেন ওই মহিলা। পুলিশ উদ্ধার করে মহকুমাশাসকের (সদর) কোর্টে পাঠায়। মহকুমাশাসক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “মহিলা কথা বলছেন না। দু’জনকে আনন্দমঠ হোমে পাঠানো হয়েছে।” |