|
|
|
|
কালীপুজোয় জমজমাট কাঁথি |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কালীপুজোয় মেতেছে কাঁথি শহর। সরকারি হিসাবে শহরে ৩২টি পুজো হলেও ছোট-বড় মিলিয়ে আদতে ৫০টিরও বেশি পুজো হচ্ছে কাঁথিতে। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও থিমের ছড়াছড়ি।
সবচেয়ে বড় চমক বার্নিং স্টার ক্লাবের পুজোয়। ৩২তম বর্ষে তারা নাটবল্টু, স্ক্রু আর পেরেক দিয়ে অভিনব প্রতিমা গড়েছে। মণ্ডপে বিষ্ণুপুরের পোড়া মাটির কারুকার্য। থাকছে চন্দননগরের আলোকসজ্জাও। ক্লাব অঙ্গনের পুজোর এ বার রজতজয়ন্তী বর্ষ। মণ্ডপ গড়া হচ্ছে জঙ্গলমহলের আদিবাসীদের বাড়ির আদলে। আদিবাসী রমণী রূপে মা কালী। থাকছে আদিবাসী ধামসা নৃত্যের আয়োজনও। কাচের মন্ডপ গড়ে অভিনবত্ব আনতে চাইছে ক্লাব ফেভারিট। এ বার পুজোর ২৭তম বর্ষ। শহরের ক্যানেল পাড়ের পাওয়ার স্পোর্টিং ক্লাবের পুজোর এ বার ২১তম বর্ষ। পাট দিয়ে মণ্ডপ গড়েছে তারা। সামঞ্জস্য রেখে প্রতিমা ও চন্দননগরের আলো। ২৬তম বর্ষে কাঁথি অ্যাথলেটিক ক্লাব মণ্ডপ বানিয়েছে কেরালার একটি মন্দিরের অনুকরণে। অলঙ্করনে হিন্দু-মুসলিমের সম্প্রীতির নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। রবীন্দ্রনাথের মূর্তি-সহ সংগ্রহশালার আদলে মণ্ডপ তৈরি করেছে ক্লাব এ বি সি ডি। থাকছে রবীন্দ্র প্রদর্শনীর ব্যবস্থা। ক্লাব ইন্দিরা আবার প্লাইউড দিয়ে চার্চের আদলে মণ্ডপ তৈরি করেছে। শান্তিনিকেতনের তালধ্বজের আদলে মণ্ডপ গড়ছে ক্লাব ফেবারেবল। সপ্তম বর্ষে রবীন্দ্র বিষয়ক নানা প্রদর্শনীর আয়োজন করেছে তারা। এ ছাড়াও কাঁথির ক্লাব রাজীব, স্টুডেন্টস অর্গানাইজেশন, নিশান, ক্লাব জেনারেশন, ভাইভাই সঙ্ঘ, নিউ ফাইভস্টার, ক্লাব তহেলকা, অরুণাগ্নি-সহ বিভিন্ন সংগঠন জাঁকজমকের সঙ্গে কালীপুজো করছে। রয়েছে বেশ কিছু পারিবারিক পুজো। ভাবগম্ভীর পরিবেশে কাঁথি রামকৃষ্ণ মিশনের কালীপুজো দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান আজও। |
|
|
|
|
|