দাঁতাল খেদিয়ে ‘হিরো’ শম্ভু
ংলি হাতির দাঁতের ঘায়ে ল্যাজ খুইয়েও বান্ধবীদের ইজ্জত বাঁচিয়ে কুনকি হাতি শম্ভু এখন জলদাপাড়ার হিরো। জংলি হাতির দাঁতের ঘায়ে শম্ভুর এক ফুট লম্বা ল্যাজ ক্ষতবিক্ষত হয়েছে। চিকিৎসক অস্ত্রোপচারর করে ল্যাজটির সামান্য কিছু অংশ চেঁছে সমান করে দিলেও যন্ত্রণায় কাতর শম্ভুকে এখন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। জলদাপাড়ার পশু চিকিৎসক অশোক সিংহ বলেন, “অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে। দুটি বুনো হাতি ল্যাজ মুখে পুরে চিবিয়ে দেওয়ায় ৩ ফুট ল্যাজের মধ্যে ১ ফুট বাদ দিতে হয়েছে। তবে সে বিপদন্মুক্ত। গত রবিবার রাতে বিদ্যুৎ বাহিত তারের বেড়া পা দিয়ে ফেলে দিয়ে হলং পিলখানার ভেতরে ঢুকে পড়ে ২ টি মত্ত জংলি দাঁতাল। পিলখানায় ২ টি কয়েক মাস বয়সী শাবক ছাড়া ৬টি স্ত্রী কুনকি ও দুটি দাঁতাল মৈনাক ও শম্ভু রয়েছে। গভীর রাতে চোখের সামনে পিলখানায় ঢুকে জংলি হাতি দুটি স্ত্রী কুনকি হাতি নিয়ে পালানোর মতলবে ছিল। জংলিদের রুখতে পায়ের বেড়ি ছিঁড়ে ২ দাঁতালকে শম্ভু বাঁধা দেয়।
কাটা লেজে প্লাস্টিক জড়িয়ে স্নান করানো হচ্ছে শম্ভুকে। ছবি: রাজকুমার মোদক।
শম্ভু রুখে দাঁড়ানোয় বিপাকে পড়ে জংলি হাতি দুটি। শম্ভু জংলি দুটিকে তাড়িয়ে পিলখানার বাইরে বনে নিয়ে যেতেই আচমকা তাঁরা শম্ভুর উপরে হামলা করে। শম্ভুর ল্যাজ মুখে পুরে দাঁত দিয়ে চিবিয়ে দেয় তাঁরা। ভোরে বনকর্মীরা জখম শম্ভুকে জঙ্গল থেকে উদ্ধার করে আনে। কর্মীরা জানান, জলদাপাড়ার পুরুষ হাতিরা কখনই স্ত্রী কুনকি হাতির সঙ্গে প্রজনন করে না। অন্যদিকে, স্ত্রী কুনকি হাতিদের নজর থাকে জঙ্গলের বুনো দাঁতাল অথবা মাকনা হাতিদের দিকে। দলছুট হয়ে কিছুদিন জংলি হাতি কিংবা মাকনার সঙ্গে ঘোরাঘুরি করে ফের পিলখানার ফিরে আসার ঘটনা রয়েছে। ৯ মাস আগে মুক্তি রানী ও দেড় মাস আগে প্রিয়দর্শিনী মা হয়েছে। সম্প্রতি দুটি জংলি হাতির নজরে এসেছে হলং পিলখানার ৬টি স্ত্রী কুনকি হাতি। তারই জেরে রবিবার রাতে দুটি জংলি দাঁতাল পিলখানায় হানা দেয়। বিদ্যুতের খুঁটি উপড়ে দুটি জংলি ভিতরেও চলে আসে। বাধা হয়ে দাঁড়ায় শম্ভু। হলং-এর রেঞ্জ অফিসার রণজিৎ সরকারের কথায়, “পা দিয়ে লোহার খুঁটি ফেলে কিভাবে পিলখানাতে দুটি হাতি ঢুকল বুঝতে পারছি না। ওদের আটকাতে গিয়েই শম্ভুকে ল্যাজের কিছুটা খোয়াতে হল। আমাদের নজরদারি রয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.