টুকরো খবর
আটক শব্দবাজি, ধৃত ১ পুরুলিয়ায়
শব্দবাজির ক্রেতার ছদ্মবেশে দোকানে গিয়ে নিষিদ্ধ শব্দবাজি সমেত এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অজিতপ্রসাদ মাহাতো। তিনি পুরুলিয়া মফস্সল থানা এলাকার সিন্দরি গ্রামের বাসিন্দা। ওই থানারই চাষমোড়ে তাঁর দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় চাষমোড় থেকেই বমাল তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃতের কাছে বেশ কিছু শব্দবাজি পাওয়া গিয়েছে। শব্দবাজির বিরুদ্ধে এই পুলিশি অভিযান চলবে।” রবিবার সন্ধ্যাতেও পুরুলিয়া সদর থানা এলাকা থেকে শব্দবাজি মজুত করা ও বিক্রির অভিযোগে এক ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়েছিলেন।

শব্দবাজি রুখতে মিছিল
বহরমপুরের পরে এ বার কান্দিতেও শব্দবাজি রুখতে বাড়ির কুকুরদের নিয়ে মিছিল করল এলাকাবাসী। মঙ্গলবার সকালে কান্দি পুর এলাকার জীবধরপাড়া থেকে ওই মিছিল শুরু হয়। কান্দি বাজার, বাসস্ট্যান্ড, পরিক্রমা করে মিছিল। শব্দবাজিতে বাড়ির পোষ্যরা একেবারে নিস্তেজ হয়ে পড়ে। এই বিষয়ে সচেতনতা বাড়াতেই এই মিছিলের আয়োজন করা হয় বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। শুভাশিস ঘোষ বলেন, “শব্দবাজি আটকাতে প্রশাসনও ব্যবস্থা নিয়েছে। তবুও শব্দবাজির ব্যবহার চলছেই। এই বিষয়ে সচেতনতা বাড়াতেই এই মিছিল।”

গাছ কাটার নালিশ
দুই বনকর্মীর উপস্থিতিতে কোচবিহারের পুণ্ডিবাড়ি লাগোয়া সোনাপুর অফিস চত্বরে গাছ কাটা হয়েছে বলে জানতে পেরেছেন বন কর্তারা। শনিবার রাতে সোনাপুরে বন দফতরের রেঞ্জ অফিস চত্বরে ৩টি গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। ওই ঘটনার তদন্তে নেমে সোমবার ৫ জন বনকর্মীরে শোকজ করেন কোচবিহারের ডিএফও পিনাকী মিত্র। মঙ্গলবার তাঁর কাছে বিভাগীয় দফতরে রিপোর্ট জমা পড়ে। সেখানে এক বনশ্রমিক ও একজন বনরক্ষী গাছ কাটার সময় দাঁড়িয়েছিলেন বলে তথ্য উঠে এসেছে। বিট অফিসার বিষয়টি জানার পরেও কর্তৃপক্ষকে কেন জানাননি তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ডিএফও পিনাকি মিত্র বলেন, “রিপোর্ট পেয়েছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনায় ক্ষুব্ধ বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “ঘটনায় জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ডিএফওকে বলেছি।”

‘এই প্রজন্ম’ আর্জি জানাল
শব্দদূষণ নয়, আসুন আতবাজি দিয়ে দেওয়ালি উৎসব পালন করি। শহরবাসীর কাছে এই আবেদন রেখেই মঙ্গলবার প্রতিবন্ধী শিশুদের নিয়ে শিলিগুড়িতে র্যালি করল ‘এই প্রজন্ম’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। বেলা ১২টা নাগাদ বাঘাযতীন পার্ক থেকে র্যালি বের হয়। কোর্ট মোড়, হিলকার্ট রোড, সেবক রোড হয়ে ফের বাঘাযতীন পার্কে গিয়ে র্যালি শেষ হয়। সংগঠনের পক্ষে শঙ্কর ঘোষ জানান, এদিন বিধাননগরে একটি অন্ধ শিশুদের স্কুলে গিয়ে শিশুদের পোশাক ও ফল বিতরণ করা হয়। আগামী ২৭ অক্টোবর তাঁরা প্রতিবন্ধীদের পুজো দেখাবেন।

ধরা হল ষাঁড়
জলাতঙ্কে আক্রান্ত একটি ষাঁড়কে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করায় স্বস্তির শ্বাস ফেললেন প্রশাসন থেকে বন দফতর সকলেই। গত দু’দিন শামুকতলার উত্তর মজিদখানা গ্রাম দাপাচ্ছিল ষাঁড়টি। বেশ কয়েকটি ঘর ভেঙে ফেলে। ষাঁড়ের গুঁতো খেয়ে আহত হন পুলিবিহারী দাস নামে এক বৃদ্ধ। সোমবার সন্ধ্যায় জনতার তাড়া খেয়ে ষাঁড়টি মদিজখানা হাই স্কুলের ক্যাম্পাসে ঢুকে পড়লে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিডিও সৌমেন মাইতি, শামুকতলা থানার ওসি প্রবীণ প্রধান, বন দফতরের কর্মকর্তা ও পশু চিকিৎসক।

বাজি উদ্ধার
কোচবিহারের খাগড়াবাড়ির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর শব্দবাজি এবং ৬০ কেজি বাজির মশলা আটক করল পুলিশ। সোমবার রাতে তল্লাশি চলে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.