|
|
|
|
রক্সিকে কর জমা দিতে নির্দেশ হাইকোর্টের |
নিজস্ব সংবাদদাতা |
বকেয়া সম্পত্তি কর বাবদ পুরসভার প্রাপ্য ৩৫ লক্ষ টাকা আগামী ২৮ অক্টোবরের মধ্যে মিটিয়ে দিতে রক্সি কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তাদের আরও এক কোটি টাকা পুরসভাকে দিয়ে ওই সম্পত্তির লিজ নবীকরণের আলোচনা শুরু করতে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার কলকাতা পুরসভার কমিশনার অর্ণব রায় ওই খবর জানান। তিনি বলেন, “আমরা আদালতের নির্দেশ মেনে চলব।”
মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আদালতের নির্দেশ মেনে আজ নির্দিষ্ট সময়ের মধ্যে রক্সি কর্তৃপক্ষের পরিচালন অফিস খুলে দেওয়া হয়েছে। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তা নবীকরণ না করার জন্য সোমবার পুরসভা রক্সি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তির দখল নেয়।”
মঙ্গলবার রক্সি কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টে অবসরকালীন বিচারপতির আদালতে আবেদন করেন। রক্সি কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, রক্সি কর্তৃপক্ষের কাছে কলকাতা পুরসভার প্রাপ্য সম্পত্তিকরের ৩৫ লক্ষ টাকা তারা ৭২ ঘণ্টার মধ্যে পুরসভায় জমা দিয়ে দেবে। তার পর এক মাসের মধ্যে তারা পুরসভাকে আরও এক কোটি টাকা দিয়ে লিজ নবীকরণের বিষয়ে আলোচনায় বসতে চায়।
অর্ণববাবু বলেন, ২৮ অক্টোবরের মধ্যে রক্সি কর্তৃপক্ষ সম্পত্তি কর বাবদ পুরসভার প্রাপ্য ৩৫ লক্ষ টাকা মিটিয়ে দিলে এবং পরবর্তী এক মাসের মধ্যে ১ কোটি টাকা জমা দিলে লিজ নবীকরণের বিষয়ে আলোচনা শুরু হবে। তিনি জানান, রক্সি কর্তৃপক্ষের হাতে পুরসভার ২২ কাঠা সম্পত্তি রয়েছে। পুরসভা পরবর্তী ৯৯ বছরের লিজের জন্য রক্সি কর্তৃপক্ষের কাছে এককালীন ২২ কোটি টাকা চেয়েছে। সেই সঙ্গে ওই সম্পত্তির বার্ষিক ভাড়া ধার্য করা হয়েছে ৭ লক্ষ ১৭ হাজার টাকা। |
|
|
|
|
|