এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে, যাদবপুরের অরবিন্দনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে। মৃতার নাম অর্চনা রায়বর্মণ (৭৬)। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ আবাসনের তিন তলায় অর্চনাদেবীর ফ্ল্যাটে আগুন লাগে। বাসিন্দারা দমকল ও থানায় খবর দিলে দমকলকর্মীরা শোওয়ার ঘর থেকে অর্চনাদেবীর পোড়া দেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, অর্চনাদেবী তাঁর স্বামী রমেন্দ্রনাথবাবুর সঙ্গেই থাকতেন। যদিও তাঁদের বনিবনা ছিল না। ঘটনার পর থেকে রমেন্দ্রবাবু নিখোঁজ। পুলিশের অনুমান, অর্চনাদেবী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু মায়ের মৃত্যুর ঘটনায় বাবাকে দায়ী করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অর্চনাদেবীর মেয়ে মৈত্রী সেন। তাঁর অভিযোগ, তাঁর বাবা তাঁর মায়ের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে অর্চনাদেবীও রমেন্দ্রবাবুর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ দায়ের করেছিলেন।
|
সন্দেহভাজন মাওবাদীর চিকিৎসা শুরু কলকাতায় |
সুপ্রিম কোর্টের নির্দেশে ছত্তীসগঢ়ের সন্দেহভাজন মাওবাদী সোনি সোরির চিকিৎসা শুরু হল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (এনআরএস)। মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ, বুধবার একটি মেডিক্যাল বোর্ড তাঁকে পরীক্ষা করবে। বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ ১৫ নভেম্বরের মধ্যে মেডিক্যাল রিপোর্ট জমা দিতে বলেছে। সোনির দেহে যে আঘাতগুলি রয়েছে, তার চিকিৎসা যথাযথ হচ্ছে না বলে সংশয় প্রকাশ করে তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানোর ব্যাপারে ছত্তীসগঢ় সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতেই সোমবার কলকাতায় এনে সেন্ট্রাল লক আপে রাখা হয়েছিল তাঁকে। মঙ্গলবার সকালে তাঁকে এনআরএসে আনা হয়। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পরে তাঁকে ফিমেল মেডিসিন বিভাগের একটি কেবিনে রাখা হয়েছে। হাসপাতালের সুপার স্বপন সাঁতরা জানান, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, সাইকিয়াট্রি ও গাইনি বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বোর্ড তাঁকে পরীক্ষা করে দ্রুত রিপোর্ট তৈরি করবে। এ দিন সোনি তাঁর পেটে ও কোমরে অসহ্য ব্যথার ব্যাপারে চিকিৎসকদের জানিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
|
জখমকে ভর্তির পরে এল ট্রমা অ্যাম্বুল্যান্স |
বাসের ধাক্কায় জখম ব্যক্তি পড়ে রইলেন প্রায় চল্লিশ মিনিট। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েক জন পুলিশকর্মী ট্যাক্সি করে এনআরএস হাসপাতালে নিয়ে যান আহতকে। তারও কিছু পরে পুলিশের ট্রমা অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়। মঙ্গলবার রাত দশটার পরে রাজাবাজার ট্রামডিপোর উল্টো দিকে একটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। বছর পঞ্চাশের ওই আহতের পরিচয় মেলেনি। বাসচালক ধৃত। |