রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতিতে ফের সুদ বাড়ানোর পথেই হাঁটায় শিল্পমহল শঙ্কা জানাল আর্থিক বৃদ্ধি নিয়ে। মূল্যবৃদ্ধিকে বাগে শীর্ষ ব্যাঙ্কের লক্ষ্য, শিল্পোৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা নয়, এমন অভিযোগও উঠেছে। তবে নীতি বদলের ইঙ্গিত মেলায় স্বস্তির নিশ্বাস ফেলেছে শিল্পমহল। অন্য দিকে, সুদ বৃদ্ধি প্রত্যাশিত থাকায় শেয়ার বাজার চাঙ্গাই ছিল মঙ্গলবার। বরং বাজার সূত্রে খবর, সুদ বৃদ্ধির নীতি থেকে এ বার রিজার্ভ ব্যাঙ্ক সরতে চায়, এই সঙ্কেত উত্থানে ইন্ধন জুগিয়েছে। গৃহঋণ, গাড়ি ঋণ আরও মহার্ঘ হবে বলে অবশ্য ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে নানা ব্যাঙ্ক।
পরে সুদ আর না-ও বাড়ানো হতে পারে, মঙ্গলবার ঋণনীতি পর্যালোচনায় এমন ইঙ্গিতই দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাই ভবিষ্যতে তহবিল সংগ্রহের খরচ আর বেশি বাড়বে না বলেই আশা শিল্পোদ্যোগীদের। ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার উপরে সুদের হারকে নিয়ন্ত্রণমুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্যাঙ্ক, তা-ও স্বাগত জানিয়েছে তারা। |
মঙ্গলবার সমস্ত উৎকণ্ঠা ঝেড়ে ফেলে সম্বৎ ২০৬৭-র শেষ দিনে সেনসেক্স ওঠে ৩১৬ পয়েন্ট। থামে ১৭,২৫৪.৮৬ অঙ্কে। গত তিন মাসে সূচকের সর্বাধিক এই উত্থানে খুশি ছিল বাজার। তবে গত দেওয়ালির পর থেকে আজ পর্যন্ত, এই এক বছরে সেনসেক্স পড়েছে প্রায় ৩৬৪০ পয়েন্ট বা ১৭.৪১%। আগামী কাল দেওয়ালি উপলক্ষে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মুরত লেনদেন বিকেল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি রেপো রেট এবং রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট করে বাড়ানোয় আর্থিক বৃদ্ধি এবং শিল্পোন্নয়নের হার সমেত অর্থনীতির সব সূচক নিম্নমুখী হবে মনে করছেন বণিকসভা অ্যাসোচ্যামের প্রেসিডেন্ট দিলীপ মোদী। সিআইআই-এর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় অবশ্য এই নীতির দু’টি ইতিবাচক দিকই তুলে ধরেছেন: নীতি বদলের ইঙ্গিত ও সেভিংস অ্যাকাউন্টের সুদে নিয়ন্ত্রণ তোলা। ফিকি-র সেক্রেটারি জেনারেল রাজীব কুমারও মনে করছেন, ডিসেম্বরে আর সুদ না-বাড়ানোর যে ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্ক দিয়েছে, তাতে শীর্ষ ব্যাঙ্ককে যথেষ্ট প্রত্যয়ী মনে হয়েছে। বেঙ্গল ন্যাশনাল চেম্বারের প্রেসিডেন্ট তেজোময় রায়চৌধুরী জানান, মূল্যবৃদ্ধির উপর রাশ টানাকেই প্রাধান্য দিয়েছে আরবিআই, শিল্পোৎপাদন বাড়ানোকে নয়। উল্লেখ্য, পরবর্তী ঋণনীতি ১৬ ডিসেম্বর। |