উৎপাদন শিল্প নীতিতে সায় মন্ত্রিসভার |
অবশেষে জাতীয় উৎপাদন শিল্প নীতিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের উৎপাদন শিল্পকে বিশ্বমানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই নীতি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। বিভিন্ন শিল্পের জন্য জাতীয় বিনিয়োগ ও উৎপাদন অঞ্চল তৈরি করা এটির মূল লক্ষ্য।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত এই নীতির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
• মোট জাতীয় উৎপাদন বা জি ডি পি-তে উৎপাদন শিল্পের অবদান এক দশকের মধ্যে ২৫ শতাংশে নিয়ে যাওয়া। এই মুহূর্তে তা ১৫ থেকে ১৬%।
• ২০২২-এর মধ্যে ১০ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি
তবে খসড়া নীতি থেকে এটি অনেকটাই সরে এসেছে বলেও ইঙ্গিত মিলেছে সরকারি সূত্রে। ওই খসড়ায় বৃহৎ শিল্পাঞ্চলগুলির জন্য পরিবেশ ও শ্রম আইনে কিছুটা পরিবর্তন আনার প্রস্তাব ছিল। এই চূড়ান্ত নীতিতে তা নেই।
|
আন্দোলন উঠল কোল ইন্ডিয়ায় |
উঠে গেল কোল ইন্ডিয়ার অফিসারদের আন্দোলন। গত সোমবার কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল ও কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এন সি ঝা-র সঙ্গে অফিসার সংগঠনের নেতাদের বৈঠকের পরেই আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অফিসার সংগঠনের অন্যতম নেতা দামোদর বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অফিসারদের পদোন্নতির তালিকা প্রকাশ করা হবে বলে কয়লামন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি দক্ষতার ভিত্তিতে ভাতাও খুব শীঘ্রই চালু করা হবে, জানান তিনি। ওই ভাতা খাতে কিছু টাকা আগাম দেওয়ার আশ্বাসও কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছেন বলে উল্লেখ করেন দামোদরবাবু।
|
বাণিজ্যিক বা বিজ্ঞাপনী প্রচারের উদ্দেশ্যে পাঠানো এসএমএস পিছু অতিরিক্ত ৫ পয়সা করে ‘টার্মিনেশন চার্জ’ নেওয়ার কথা জানাল কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। যে নেটওয়ার্ক থেকে এসএমএস-টি পাঠানো হয়, তাদের এই চার্জ দিতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রচারকারী সংস্থাগুলির থেকে এই চার্জ আদায় করতে পারবে পরিষেবা সংস্থাগুলি। যদিও বিশেষজ্ঞদের দাবি, এই বৃদ্ধির ফলে মোবাইল পরিষেবা সংস্থাগুলি এবং গ্রাহক, উভয়েরই খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।
|
রবিশস্যের সহায়ক মূল্য বাড়ল |
গম-সহ বিভিন্ন রবি শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কৃষকদের হাতে কার্যত দেওয়ালির উপহারই তুলে দিল কেন্দ্র। ২০১২-১৩ সালের মরসুমের জন্য গমের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টলে ১১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১,২৮৫ টাকা। পাশাপাশি বার্লি, ছোলা, মুসুর, সর্ষে বীজ ও সূর্যমুখীর মতো রবি শস্যের সহায়ক মূল্যও কুইন্টলে ৭০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকের পরে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ এ কথা জানান।
|
পঞ্চায়েত এলাকাতেও ব্রডব্যান্ড আনার উদ্যোগ |
জাতীয় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক তৈরির প্রকল্পে সায় দিল কেন্দ্র। এর ফলে ব্রডব্যান্ড সংযোগ চালু করা যাবে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতেও। এত দিন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক মারফত সংযোগের আওতায় আসার সুযোগ ছিল জেলা ও ব্লক সদর দফতর পর্যন্ত প্রশাসনিক স্তরের। এর সাহায্যে বৈদ্যুতিন মাধ্যম ব্যবহার করে ব্যাঙ্কিং, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা বা প্রশাসনিক কাজকর্ম সম্পাদন করার সুযোগ তৈরি হল সব স্তরেই, জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম দফতরের সেক্রেটারি আর চন্দ্রশেখর। তাঁর ইঙ্গিত, প্রাথমিক পর্যায়ে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা।
|
ফাঁসিদেওয়ায় পরিষেবা ব্যাঙ্কের |
স্টেট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলা হল ফাঁসিদেওয়ায়। রবিবার ফাঁসিদেওয়া বন্দরবাজার এলাকায় ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন কংগ্রেস নেতা আইনুল হক। কেন্দ্রের ম্যানজার তাপসী সিংহ জানান, জালাসের লিউসিপাখুরি স্টেট ব্যাঙ্কের লিঙ্ক ব্যাঙ্ক হিসাবে ফাঁসিদেওয়ায় এই গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলা হল। অন্যান্য ব্যাঙ্কের মতো সব ধরনের সুযোগ-সুবিধা এই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে পাওয়া যাবে।
|
দ্বাদশ যোজনায় (২০১২-১৭) পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ১৫টি মেগা ফুডপার্ক তৈরি করা হবে বলে ঘোষণা করল কেন্দ্র। লগ্নির অঙ্ক ৭৮৭.৫০ কোটি টাকা। দেশ জুড়ে ফল ও সব্জির অপচয় রুখতেই এই পরিকাঠামো গড়া হবে বলে জানিয়েছেন খুরশিদ। |