অত্যাচার করছে আইএনটিটিইউসি, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এমনই অভিযোগ জানাল আইএনটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা বাস ওয়ার্কার্স ইউনিয়ন। এই চিঠির প্রতিলিপি তারা পাঠিয়েছে আসানসোলের মেয়রের।
ওই চিঠিতে ইউনিয়নের তরফে অভিযোগ জানানো হয়েছে, রাজ্যে কংগ্রেস-তৃণমূল জোট ক্ষমতায় এলেও পরিস্থিতি পাল্টায়নি। যারা সিপিএমের হয়ে এলাকায় ‘সন্ত্রাস’ তৈরি করত, এখন তারাই তৃণমূল এবং আইএনটিটিইউসি-তে যোগ দিয়েছে। ইউনিয়নের সাধারণ সম্পাদক হরি সিংহ অভিযোগ করেন, বাম জমানায় আসানসোল পুরনো বাসস্ট্যান্ডে তাঁদের কার্যালয় ভেঙে দিয়েছিল সিপিএম পরিচালিত পুরসভা। এর পরে তাঁরা সেখানে একটি অস্থায়ী কার্যালয় ছিল। এখন সেই জায়গা দখল করে নিয়েছে আইএনটিটিইউসি। শুধু তাই নয়, আইএনটিইউসি কর্মীদের উপরে নানা ভাবে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। ইউনিয়নের সম্পাদক সঞ্জয় সেনগুপ্ত অভিযোগ করেন, তৃণমূলের এক প্রভাবশালী নেতার মদতে এমন ঘটছে। তাঁদের থেকে দখল করে নেওয়া কার্যালয়টিতে নানা অসামাজিক কার্যকলাপ চলছে বলেও তাঁর দাবি।
আইএনটিটিইউসি অনুমোদিত মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার অবশ্য দাবি, বাম পুরবোর্ডের আমলে জবরদখল উচ্ছেদ করতে সিটু এবং আইএনটিইউসি, দু’পক্ষেরই কার্যালয় ভেঙে দেওয়া হয়েছিল। এর পরে পুর কর্তৃপক্ষের তরফেই সিটি বাসস্ট্যান্ডে কার্যালয় দেওয়া হয়েছিল। সে ক্ষেত্রে পুরনো বাসস্ট্যান্ডে কার্যালয়ের কোনও অস্ত্বিত্ব থাকারই কথা নয়। তাই আইএনটিটিইউসি-র অভিযোগের কোনও ভিত্তি নেই বলে তাঁর দাবি। আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “এই অভিযোগ কতটা সত্য, তা আমি এখনও খতিয়ে দেখিনি।” |