গত বারের তুলনায় পাশের হার কমল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বি এসসি, বি কম অনার্স ও পাস পাঠ্যক্রমের পার্ট-১-এর ফলাফলে। বি এসসি অনার্সে এ বার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫৩৫। পাশ করেছেন ৩৩২৬ জন। উত্তীর্ণের হার শতকরা ৪৪.১৪। গত বার তা ছিল ৪৬.১২। বিএসসি পাস পাঠ্যক্রমে পরীক্ষার্থীর সংখ্যা ২২৫৭। উত্তীর্ণ হয়েছেন ৫৩৬ জন। পাসের হার ২৩.৭৫ শতাংশ। গত বার তা ছিল ৩২.০২। বি কম অনার্সে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯৪৯। পাস করেছেন ১৩৯৩ জন। উত্তীর্ণের হার ৪৪.২৫ শতাংশ। গত বার এই হার ছিল ৪৭.৮৩। বি কম পাস পাঠ্যক্রমে পরীক্ষার্থী ছিলেন ২৩৬২ জন। পাস করেছেন ১০০১ জন। উত্তীর্ণের হার ৪২.৩৮ শতাংশ। গত বার তা ছিল প্রায় ৪৩.৩৯ শতাংশ। প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের পাসের হার কমা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় বলেন, “গত বার ফল প্রকাশের পরে কলেজগুলিকে কারণ বিশ্লেষণ করতে কমিটি গঠন করতে বলা হয়েছিল। সেই বিষয়ে কমিটিগুলি একটি রিপোর্টও পেশ করে। তার প্রেক্ষিতে কিছু ব্যবস্থাও নেওয়া হয়। তার পরে এ বারও ফল খারাপ হল। এর কারণ খতিয়ে দেখা হবে।”
|
নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের পড়ুয়ার সংখ্যা প্রায় ২২০০। এত পড়ুয়ার জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় স্কুলের পঠন-পাঠনের অসুবিধা হচ্ছিল। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি)। এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করে স্কুলে ৬টি শ্রেণিকক্ষ তৈরি করে দিয়েছে ডিএসপি। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শ্রেণিকক্ষের দ্বারোদ্ঘাটন করেন ডিএসপি-র সিইও পঙ্কজকুমার বাজাজ। তিনি জানান, শহরের তিনটি হিন্দি মাধ্যম স্কুলের মধ্যে এটি অন্যতম। অধিকাংশ পড়ুয়াই বিপিএল তালিকাভুক্ত পরিবারের। তাদের যাতে পড়াশোনায় কোনও সমস্যা না হয় সে জন্য নতুন শ্রেণিকক্ষ তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়া স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য দু’টি পৃথক শৌচাগারও গড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
|
কেরোসিন তেল পাচার করার সময় এক কেরোসিন তেল ডিলারের ছেলে ও এক কর্মচারীকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারাবনি থানার মাজিয়ারা অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা ওই দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বারাবনির মাজিয়ারা এলাকার বাসিন্দা হরেন মণ্ডল পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, গিরমিট এলাকার বাসিন্দা ওই কেরোসিন তেল ডিলার বহু দিন ধরেই রেশনের কেরোসিন তেল কালোবাজারে বিক্রি করেছেন। মঙ্গলবার তেল পাচার করতে গিয়ে এলাকার বাসিন্দাদের হাতে পাকড়াও হন ওই ডিলারের এক কর্মচারী ও ছেলে। বাজেয়াপ্ত হয় প্রচুর কেরোসিন তেল।
|
পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে তিন কিশোরের। মঙ্গলবার বিকেলে কুলটির লালবাজার এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলটির আজাদ বস্তি এলাকার বাসিন্দা পারভেজ আলম (১৪), তাবরেজ আলম (১২) এবং সোনু খান (১২) এ দিন বিকেলে বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে লালবাজারের একটি পুকুরে স্নান করতে যায়। পারভেজ ও তাবরেজ দু’ভাই। সোনু তাদেরই প্রতিবেশী। স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে উদ্ধারের কাজে নামেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় তিন জনের দেহ উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অঞ্জলি আহুজা। তিন কিশোরের দেহ ময়না-তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রেলপুলিশ জানায়, তাঁর নাম অভিনন্দন মাণিক্য (৬০)। বাড়ি অসমে। মঙ্গলবার তিনি বৈদ্যনাথধাম থেকে ফিরছিলেন। আসানসোল থেকে বর্ধমানগামী লোকালে চড়েন। সকাল ৯টা নাগাদ দুর্গাপুর স্টেশনে ট্রেন দাঁড়াতে তিনি প্ল্যাটফর্মে নামেন। ট্রেন ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে তিনি পড়ে যান। দুর্গাপুর হাসপাতালে দেহের ময়না-তদন্ত হয়েছে।
|
পথ দুঘর্টনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার রাতে পূর্বস্থলীর ছাতান এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামরতন ঘোষ (২৯)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাটুলি স্টেশনের কাছে একটি কাপড়ের দোকানে কাজ করতেন রামরতনবাবু। এ দিন রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে গ্রামের মণ্ডপ তৈরির কাজ দেখছিলেন। সেই সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
বর্ধমান
চিত্র প্রদর্শনী। বর্ধমান হরিসভা মন্দির। বিকাল ৪ টা। উদ্যোগ: আলেখ্য। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
কেতুগ্রাম
ফুটবল প্রতিযোগিতা। রসুই। বিকাল ৩টা। তরুণ সঙ্ঘ। |