ঝিনুক, শামুক আর শঙ্খ দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। তৈরি হয়েছে নজরকাড়া মণ্ডপও। মহকুমার সবথেকে বড় বাজেটের পুজো ঘিরে তাই সীমান্তের গ্রামে উন্মাদনা তুঙ্গে। জলঙ্গির নরসিংহপুরের এই পুজো এ বার সকলের নজর কাড়বে বলে আশা নরসিংহপুর সর্বজনীন শ্যামাপুজো কমিটির। কর্মকর্তাদের আশা যে অমুলক নয়, তাও টের পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। মেদিনীপুরের তাজপুর থেকে সোমবার ভোরে প্রতিমা এসে পৌঁছতেই ভিড় জমেছে মণ্ডপে। প্রায় ৫ লক্ষ টাকা বাজেটের এই পুজো। এত ব্যায়বহুল পুজো আর ঝিনুকের প্রতিমা আগে কখনও দেখেনি নরসিংহপুর। স্বাভাবিক ভাবেই পুজো ঘিরে আয়োজন আর উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তের গ্রাম হলেও নরসিংহপুরে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এলাকার ছবিটাও খানিকটা পাল্টেছে। বদলেছে অর্থনীতিও। বেশ কয়েক বছর ধরেই এই গ্রামে বড় বাজেটের কালীপুজো হয়ে আসছে। গ্রামেরই দেশবন্ধু কিশোর সঙ্ঘের পরিচালনায় আরও একটি পুজো হচ্ছে। মন্দিরের আদলে বিশাল মণ্ডপ তৈরি হয়েছে। সামনে সাজানো হয়েছে ফুলের বাগান। রয়েছে ফোয়ারা ও বাহারি আলোর ব্যবস্থাও। পুজো কমিটির সভাপতি ভাষ্কর ঘোষ বলেন, “পিছিয়ে পড়া এলাক হলেও এখানকার মানুষের উৎসাহের অন্ত নেই। মানুষ দু’হাত ভরে সাহায্য করেছেন বলেই এত বড় বাজেচের পুজো করার সাহস পেয়েছি আমরা।” এলাকায় এ বার আরও দুটো বড় বাজেটের পুজো হচ্ছে। নরসিংহপুর খেয়ালি অথরিটি ক্লাব আর গোদাগাড়ি যুব কমিটির পুজোও এবার নজর কাড়বে। সব মিলিয়ে আলোর উৎসবে মেতেছে জলঙ্গির নিরসিংহপুর। এলাকার প্রবীণ বাসিন্দা রামপদ ঘোষ বলেন, “থিম পুজো এই প্রথম নয়। কিন্তু এ বার মণ্ডপসজ্জা আর প্রতিমা একেবারে অভিনব। শামুক, ঝিনুক, শঙ্খ দিয়ে তৈরি করা প্রতিমা আমরা আগে এলাকায় কখনও দেখিনি।” দেশবন্ধু কিশোর সঙ্ঘের সম্পাদক রপন রায় বলেন, “প্রথমে এত টাকার বাজেট শুনেই চমকে উঠেছিলাম। কিন্তু এখন দেখছি মানুষ পাশে থাকলে সবই সম্ভব।”
|
মাঠ উপচানো দর্শকের ভিড়ে উৎসবের মেজাজে শেষ হল সপ্তাহ খানেক আগে শুরু করা ‘জনগন-বিএসএফ মৈত্রী ফুটবল’। সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় মাঠে সোমবার ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা হয়। এ দিন টাই-ব্রেকারে নয়া বাহদুরপুর যুব সমিতি ৫-৪ গোলে ছাবঘাটি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে জয়ী হয়েছে। তার আগে অবশ্য এ দিন ১-১ গোলে খেলা অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছিল। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে টাই-ব্রেকারের আশ্রয় নিতে হয়। সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেতে বিএসএফের ১৫১ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে গত ১৬ অক্টোবর ওই খেলা শুরু হয়। সুতি থানা এলাকার মোট ৮টি ফুটবল টিম ওই প্রতিযোগিতায় অংশ নেয়।
|
জমি নিয়ে বিবাদের জেরে ছুরির ঘায়ে জখম হয়েছেন লালু শেখ নামে এক ব্যক্তি। রেজিনগরের দাদপুরে রবিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় জমির দখল নিয়ে অজিবর শেখ ও তাঁর খুড়তুতো ভাই লালু শেখের মধ্যে গণ্ডগোল হয়। আজিবর উত্তেজিত হয়ে লালু শেখকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। প্রথমে আহতকে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজিবুর পলাতক। অভিযোগের ভিত্তিতে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
|
কপিরাইট আইন ভাঙার দায়ে এক ব্যবসায়ীকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। সুখেন ঘোষ নামে ওই ব্যবসায়ীর কম্পিউটার ও সংশ্লিষ্ট জিনিসপত্রও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি মিউজিক সংস্থার অভিযোগের ভিত্তিতে কপিরাইট আইন ভাঙার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী কম্পিউটারের মাধ্যমে ওই সংস্থার গান ও সিনেমা ডাউনলোড করে তা বিক্রি করতেন। ওই সংস্থার অভিযোগের ভিত্তিতেই এ দিন তাঁকে ধরা হয়েছে।
|
টেলিফোন এক্সচেঞ্জ থেকে রবিবার রাতে ২৬টি ৪০ ভোল্টের ব্যাটারি চুরি হয়েছে। এই ঘটনায় পুলিশ এক রাত প্রহরিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বন্দনা ঘোষ (৪০) নামে এক মহিলার। বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন সুধন্য ঘোষ নামে এক ব্যক্তি। সোমবার সকালে মোটরবাইকে করে তাঁরা করিমপুর থেকে বহরমপুর যাচ্ছিলেন। হরিহরপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
থানারপাড়ার দোগাছিতে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। নাম আলি হোসেন শেখ (২৫)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে। |