টুকরো খবর |
মদের ঠেক ভাঙার দাবি জনতার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অবৈধ মদের ঠেক ভাঙার দাবিতে সরব হলেন স্থানীয় মানুষ। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নেওয়ার দাবিও জানালেন পুলিশের দ্বারস্থ কাছে। গড়বেতার বনকাটা গ্রামে দীর্ঘদিন ধরেই অবৈধ মদের কারবার চলছে বলে অভিযোগ। যত্রতত্র গজিয়ে উঠছে ঠেক। মদ্যপদের দাপটে মহিলাদের চলাফেরা দায় হয়ে উঠেছে। অভিযোগ পেয়ে রবিবার রাতেই ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অবৈধ মদ বিক্রির অভিযোগে বাসুদেব দোলই নামে একজনকে গ্রেফতারও করা হয়। উদ্ধার করা হয়ে ৭৮টি দেশি মদের বোতল। স্থানীয়দের অভিযোগ, এর আগেও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে, এলাকায় অবৈধ মদের ব্যবসা বেড়েছে। গড়বেতা থানার ওসি শৈলেন বিশ্বাসের বক্তব্য, “স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েই ওই এলাকায় তল্লাশি চালানো হয়েছে। এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপই করা হবে।” অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে এলাকায় নজরদারি বাড়ানো হবে বলেও পুলিশ জানিয়েছে।
|
বিজয়া সম্মিলনী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সেন্ট জন অ্যাম্বুল্যান্স ব্রিগেড, খড়্গপুর শাখার বার্ষিক সাধারণ সভা ও বিজয়া সম্মিলনী হয়ে গেল সম্প্রতি। প্রথমে হয় বিজয়া সম্মিলনী। সংস্থার নিজস্ব সভাগৃহে সদস্য-সদস্যাদের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরও ছিল সঙ্গীতানুষ্ঠান। বিজয়া সম্মিলনী শেষে আয়োজিত হয় বার্ষিক সাধারণ সভা। আয়-ব্যয়ের তথ্য পেশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। তৈরি হয় ১০ জনের নতুন কমিটি। সাধারণ সম্পাদক হয়েছেন অসীম নাথ। কোষাধ্যক্ষ শ্যামল হালদার ও প্রসাদ মুখোপাধ্যায়।
|
তৃণমূলের স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রয়াত তৃণমূল কাউন্সিলর ভানুরতন গুঁইনের স্মরণে সভা করল তৃণমূল। রবিবার ৯ নম্বর ওয়ার্ডে এই স্মরণসভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি, পুরপ্রধান প্রণব বসু। ভানুরতনবাবু দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন। কংগ্রেসও তাঁর মৃত্যুর পরে স্মরণসভা করেছে। উদ্যোক্তা মলয় রায় জানান, “উনি একজন অভিজ্ঞ কাউন্সিলর ছিলেন। পুর-উন্নয়নে তাঁর চিন্তাভাবনাকে বাস্তাবায়িত করাই আমাদের লক্ষ্য।”
|
শীঘ্র কারখানা তৈরির দাবিতে সভা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিল্প করুন, নাহলে জমি ফেরত দিন এই দাবিতে সভা করল তৃণমূল। সোমবার খড়্গপুরের রূপনারায়ণপুরে এই সভা হয়। রূপনারায়ণপুর, যফলা, বড়াডিহা, ঘোলাগেড়িয়া প্রভৃতি মৌজায় শিল্পের জন্য জমি নিয়েছে অনেক সংস্থা। টেলকন, হিতাচি-সহ কয়েকটি সংস্থা কারখানার নির্মাণ-কাজও শুরু করেছে। কিন্তু ভিডিওকন, পিআইএল, শ্যাম স্টিল-সহ কয়েকটি সংস্থা কারখানা তৈরির কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। তৃণমূল জেলা নেতা অজিত মাইতি বলেন, “শিল্পের জন্য অনেক আগে থেকে ওই সব সংস্থা জমি নিয়ে রেখেছে। অথচ কারখানা তৈরির কোনও উদ্যোগ দেখা যায়নি। কারখানা না করলে জমি নিয়ে ফেলে রাখা যাবে না। তা সরকারকে ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে সেই জমি অন্য আগ্রহী শিল্প গোষ্ঠীকে দেওয়া হবে। এ দিনের সভায় সে কথা-ই জানিয়ে দেওয়া হয়েছে।” এই দাবিতেই খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরীকে স্মারকলিপিও দেওয়া হয়। স্কুলের অনুষ্ঠান। আইআইটি কেন্দ্রীয় বিদ্যালয়ে ‘পেরেন্টস ডে’ আয়োজিত হল সোমবার। অনুষ্ঠানের সূচনায় অভিভাবকদের ফুল-চন্দন দিয়ে বরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় ছাত্রছাত্রীরাই। সব শেষে ছিল অভিভাবকদের নিয়ে ‘মিউজিক্যাল চেয়ার’। |
|